থানায় সাংবাদিকদের অর্ধনগ্ন ছবি ভাইরাল, তুঙ্গে বিতর্ক
থানার মধ্যে কেবল জাঙিয়া পড়ে দাঁড়িয়ে আছেন প্রায় ৯ জন। এমন ভাবে অর্ধনগ্ন করে সাংবাদিকদের দাঁড় করানোর অভিযোগ সামনে এসেছে।
এক থিয়েটার শিল্পীকে গ্রেফতার করা হয়েছিল। ওই থিয়েটার শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ছিল এক বিজেপি বিধায়ক ও তাঁর ছেলের বিরুদ্ধে ওই শিল্পী কুকথা ব্যবহার করেছেন। ওই বিধায়ক এই অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন পুলিশের কাছে।
এভাবে এক থিয়েটার শিল্পীকে কেন গ্রেফতার করা হল? এই প্রশ্ন তুলে থানায় হাজির হয়েছিলেন স্থানীয় এক ইউটিউব সাংবাদিক ও তাঁর ফটোগ্রাফার। সঙ্গে ছিলেন আরও কয়েকজন।
পুলিশের অভিযোগ ওই সাংবাদিক কণিষ্ক তিওয়ারি ও তাঁর সঙ্গীরা থানার সামনে থিয়েটার শিল্পী নীরজ কুন্দার গ্রেফতারির বিরুদ্ধে পথ অবরোধ করে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটান। তাই তাঁদের গ্রেফতার করা হয়।
অন্যদিকে কণিষ্ক দাবি করেছেন, তিনি মধ্যপ্রদেশের সিধির বিজেপি বিধায়ক কেদারনাথ শুক্লার বিরুদ্ধে খবর করায় তাঁর বিরুদ্ধে রাগ ছিলই ওই বিধায়কের। সেই রাগেই তাঁকে এভাবে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ১৮ ঘণ্টা লকআপে আটকে রাখা হয়। তাঁর দাবি, তাঁর ওপর অত্যাচারও চালিয়েছে পুলিশ।
এদিকে কণিষ্ক সহ অন্যদের থানায় এভাবে অর্ধনগ্ন করে দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়ে মধ্যপ্রদেশ জুড়ে হইচই শুরু হয়েছে। থানায় সাংবাদিকদের অর্ধনগ্ন করে দাঁড় করিয়ে রাখার যে ছবি ও ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করা হবে বলে জানিয়েছেন সিধি-র পুলিশ সুপার।
তিনি এও জানান, ওই সাংবাদিকদের কে এভাবে পোশাক খুলতে বাধ্য করল তা খতিয়ে দেখা হবে। কণিষ্ক যে দাবি করছেন যে তাঁকে লকআপে মারধর করা হয়েছে সে দাবিও তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা