দামি জিনিস ছেড়ে পরপর বাড়ির জলের কল চুরি করে পালাল একদল চোর
চুরি করার জন্য বাড়িতে যখন ঢুকেই পড়েছিল তখন দামি জিনিসপত্র নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেসব যেখানে ছিল সেখানেই রইল। চোরেরা পালাল কল নিয়ে।
তদন্ত শুরু হলেও পুলিশের মাথায় ঢুকছে না এমন চুরির পিছনে কি কারণ থাকতে পারে। হতবাক বাড়ির বাসিন্দারাও। অনেক কিছুই তো ছড়িয়ে ছিল ঘরে। সেসব নিয়ে যেতেই পারত চোরেরা।
কিন্তু সব ফেলে কেবল সকলের বাথরুমে ঢুকে জলের কল খুলে নিয়ে গেছে তারা। জলের কল খুলে নিতে রাতের অন্ধকারে ঝুঁকি নিয়ে একাধিক কিশোর কেন এমন কাণ্ড ঘটাল তা কারও মাথায় আসছে না।
ঘটনাটি ঘটেছে লখনউয়ের ইন্দিরা নগরে। এলাকার একের পর এক বাড়িতে রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে মুখ ঢাকা কয়েকজন কিশোর এই কাণ্ড ঘটিয়েছে।
তারা একের পর এক বাড়িতে ঢুকেছে। বাড়িতে চুরি করতে ঢুকে তারা কিন্তু কিছুতে হাত দেয়নি। কেবল কলগুলি খুলে নিয়ে চলে গেছে। কয়েকটি বাড়ি থেকে তারা ড্রেনের ঢাকনাও খুলে নিয়ে গেছে।
পুলিশ জানাচ্ছে, অনেক সময় মাদকাসক্তরা ড্রেনের ঢাকনা চুরি করে থাকে। তা বিক্রি করে কিছু অর্থ হাতে পায় তারা। যা তারা সাধারণত মাদক কিনতে ব্যবহার করে। কিন্তু কল বেচে আর কতই বা টাকা পাবে?
আর যদি কিছু বেচে অর্থ প্রাপ্তির ইচ্ছাই থাকত, তাহলে তো অনেক বাড়িতেই দামি জিনিস ছড়িয়ে ছিল। সেগুলি নিয়ে গেলে অনেক বেশি অর্থ হাতে পেরে পারত তারা। সেসব ছেড়ে কলই কেন?
এখনও এর কিনারা করতে পারেনি পুলিশ। পুলিশ মনে করছে এ রহস্য একমাত্র ভেদ হতে পারে ওই চোরদের একজনকে পাকড়াও করতে পারলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা