৭২ বছরে প্রথম, রাজধানীতে জারি হল কমলা সতর্কতা
রাজধানীতে এবার জারি হল কমলা সতর্কতা। যা শহরের বাসিন্দাদের চিন্তার ভাঁজ পুরু করেছে। এমনিতেই দুর্বিষহ পরিস্থিতি। তায় কমলা সতর্কতা তাঁদের আগামী নিয়ে চিন্তায় ফেলেছে।
দেশের রাজধানীতে এবার জারি করা হল কমলা সতর্কতা। যা সচরাচর দেখা যায়না। ৭২ বছর আগে শেষবার এপ্রিলের প্রথমার্ধে এমন তীব্র গরমে পুড়েছিল শহর। ৭২ বছর পর এবার শহরের পারদ ফের ছুঁয়ে ফেলল ৪২.৪ ডিগ্রি। রেকর্ড বছরে ২০১৭ সালের ২১ এপ্রিল, অর্থাৎ এপ্রিলের দ্বিতীয়ার্ধে পারদ ছুঁয়েছিল ৪৩.২ ডিগ্রি।
দিল্লিতে এপ্রিল মাসে সর্বাধিক পারদ রেকর্ড হয়েছিল ১৯৪১ সালে। ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লিতে পারদ রেকর্ড হয়েছিল ৪৫.৬ ডিগ্রি।
এবার কিন্তু দিল্লি এপ্রিলের শুরু থেকেই পুড়ছে। রাজস্থান থেকে তাপপ্রবাহের রেশ দিল্লিতেও থাবা বসাচ্ছে। রবিবার দিল্লিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সেইসঙ্গে জারি হয়েছে কমলা সতর্কতা। প্রবল গরম ও তাপপ্রবাহের সম্ভাবনাকে সামনে রেখে এই পরিস্থিতি।
দিল্লিতে গত শুক্রবার পারদ ছিল ৪১ ডিগ্রির ঘরে। শনিবার তা পৌঁছে যায় ৪২ ডিগ্রির ঘরে। রবিবার সর্বোচ্চ পারদ ৪৩ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
ভারতের উত্তর পশ্চিম ভাগ কার্যত প্রবল দাবদাহে জ্বলছে। চৈত্রের একটা বড় অংশ জুড়েই তাপপ্রবাহ চলেছে। এখনও তা অব্যাহত।
রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ তাপপ্রবাহে নাজেহাল। তার প্রভাব এসে পড়েছে দিল্লি, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশের উত্তরাংশে।
এছাড়া উত্তর পূর্ব ভারতেও পারদ চড়ছে। কলকাতায় অস্বস্তিকর গরম থাকলেও পারদ এখনও ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা