আইপিএলের মাঝে ভাল খবর, শুরু হল ক্রিকেটের ব্যাট তৈরি করার কোর্স
ক্রিকেট ভারতের প্রধান খেলায় পরিণত হয়েছে। ক্রিকেটের জনপ্রিয়তার হাত ধরে এবার ক্রিকেটকে সামনে রেখে যুবকদের কর্মসংস্থানের রাস্তা খুলছে।
ক্রিকেট ভারতে একটি খেলাই নয়, উন্মাদনার আর এক নাম। শহরে গ্রামে ছোট থেকে বড় অধিকাংশ মানুষ ক্রিকেট পাগল। দেশের প্রায় সব প্রান্তেই ছোটদের মধ্যে ক্রিকেট খেলার প্রতি আগ্রহও নজর কাড়ে। তারফলে এখন দেশে ক্রিকেট ব্যাটের চাহিদা বাড়ছে।
ভারতে ক্রিকেট ব্যাট প্রধানত তৈরি হয় জম্মু কাশ্মীরে। কাশ্মীরী উইলো কাঠের ব্যাটের কদর ক্রিকেটে যথেষ্ট। তাই এবার ক্রিকেট ব্যাটের চাহিদা মাথায় রেখে যুবক যুবতীদের কর্মসংস্থানের রাস্তা খোলার উদ্যোগ শুরু হল। শুরু হল ক্রিকেট ব্যাট তৈরি শেখানোর কোর্স।
কর্মসংস্থানমুখী হাজারো কোর্স ভারতে রয়েছে। তবে ক্রিকেট ব্যাট তৈরি শেখানোর কোর্সও যে হতে পারে তা বোধহয় এর আগে কেউ ভেবে দেখেননি।
কোর্সটি শুরু হয়েছে কাশ্মীরের অনন্তনাগ জেলায়। ডিসট্রিক্ট স্কিল কমিটি এই কোর্স চালু করেছে। যেখানে মূলত ব্যাট তৈরির খুঁটিনাটি হাতে কলমে শেখানো হবে।
এছাড়া ব্যাট নিয়ে কিছু থিয়োরিও শেখানো হবে। কারণ ক্রিকেট ব্যাটের নানা ধরন হয়। ভারী বা হাল্কা ব্যাট থেকে শুরু করে তা কোথায় কিভাবে বাঁকবে তা জানা জরুরি।
৪ সপ্তাহের একটি কোর্স করে নিলে ব্যাট তৈরি করার কাজ শিখে নিতে পারবেন আগ্রহীরা। যাকে হাতিয়ার করে তাঁরা স্থানীয় যে ব্যাট তৈরির শিল্প রয়েছে তাতে যোগ দিতে পারবেন। আরও বড় উদ্যোগ নিতে পারবেন। যা তাঁদের যেমন স্বাবলম্বী করবে, তেমনই স্থানীয় ব্যাট শিল্পকেও আরও বড় করে তুলবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা