এক তরুণীকে রাতে হাউজিং কমপ্লেক্সে আটকে রেখে মারধর করা হয়েছে। এই অভিযোগে বুধবার সকালে সেখানে চড়াও হলেন প্রায় ২০০ গ্রামবাসী। লাঠি, পাথর নিয়ে নয়ডার ৭৮ নং সেক্টরের মহাগুণ মডার্ন কমপ্লেক্সের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তাঁরা। পরে কমপ্লেক্সের ভিতরে ঢুকেও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। অন্যদিনের মত ওদিনও শেঠি পরিবারের ফ্ল্যাটে কাজ করতে এসেছিলেন স্থানীয় গ্রামের বাসিন্দা বছর ২৬-এর তরুণী জোহরা বিবি।
শুধু শেঠি পরিবার বলেই নয়, অন্য অনেক ফ্ল্যাটেই পরিচারিকার কাজ করেন তিনি। অভিযোগ, টাকা চুরির অভিযোগে শেঠি পরিবার তাঁকে আটকে রেখে দেয়। রাতেও বাড়ি ফিরতে দেয়নি। উল্টে তাঁকে মারধর করা হয়। সকালে গ্রামের লোকেরা হাউজিংয়ের সামনে তাঁর খোঁজে হাজির হলে তাঁকে কমপ্লেক্স থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপরই গ্রামবাসীরা চড়াও হন কমপ্লেক্সে। মারধরের অভিযোগ করে স্বামীকে সঙ্গে করে থানায় গিয়ে অভিযোগও দায়ের করেন জোহরা বিবি। এদিকে শেঠি পরিবারের দাবি, টাকা চুরির অভিযোগ ছিল। সেকথা জোহরা বিবি স্বীকারও করেছিলেন। কিন্তু তাঁকে ফ্ল্যাটে আটকে রাখা হয়নি। রাতে তিনি সেখানে ছিলেননা। ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দাদের দাবি, ওই কমপ্লেক্সেই এক বৃদ্ধা মহিলা থাকেন। তাঁর দেখভাল করতেই হয়তো রাতে থেকে গিয়েছিলেন জোহরা বিবি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।