মন্দির চত্বরে ভক্তিমূলক গানের জায়গায় চলল হিন্দি সিনেমার গান, বাকরুদ্ধ ভক্তরা
কীভাবে এমনটা সম্ভব হল? সেটাই এখনও বুঝে উঠতে পারছেন না ভক্তেরা। মন্দিরের এলইডি স্ক্রিনে ১৫ মিনিট ধরে চলল হিন্দি সিনেমার গান।
এলইডি স্ক্রিনটি লাগানো হয়েছিল মন্দির চত্বরে। যেখানে সারাক্ষণ ভক্তিমূলক অনুষ্ঠান দেখানো হয়। মন্দির ও বিগ্রহ সংক্রান্ত তথ্য তুলে ধরা হয়। আধ্যাত্মিক বিষয়ই কেবল দেখানো হয় সেখানে।
সেটাই স্বাভাবিক। কিন্তু সেই এলইডি স্ক্রিনে আচমকা গত শুক্রবার সন্ধেয় শুরু হয়ে যায় হিন্দি গান। যা দেখে প্রথমে হতবাক হয়ে যান ভক্তেরা। প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না তাঁরা।
এদিকে সেই ভুল শোধরানোরও নাম নেই। টানা চলতে থাকে হিন্দি গান। এমন করে ১৫ মিনিট কেটে যায়। এর মধ্যে অনেক ভক্তই মোবাইল বার করে তাতে এই বিষয়টি ক্যামেরাবন্দি করেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও পড়ে।
এদিকে ১৫ মিনিট পর মন্দির কর্তৃপক্ষ বিষয়টিতে হস্তক্ষেপ করে। ফের হিন্দি বদলে শুরু হয় ভক্তিমূলক অনুষ্ঠানের সম্প্রচার।
ঘটনাটি ঘটেছে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির বলে খ্যাত তিরুপতির তিরুমালা পর্বতের ওপর অবস্থিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। যাকে সারা দেশ তিরুপতি মন্দির নামেই চেনে।
যদিও মন্দির কর্তৃপক্ষ বিষয়টিতে দায়িত্বে থাকা কর্মীদের ভুল দেখছে না। তাদের মতে, পুরোটাই সেট টপ বক্সের সমস্যা থেকে হয়েছে। যা বরং দ্রুত পদক্ষেপ করে মেটান দায়িত্বে থাকা কর্মীরা।
প্রসঙ্গত এমন ঘটনা নতুন নয়। এর আগেও এলইডি স্ক্রিনে অন্য অনুষ্ঠান সম্প্রচার হয়েছে। সেবার একটি বেসরকারি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়ে গিয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা