ঘোড়াকে স্নান করাতেই গা থেকে গড়িয়ে পড়ল কালো রং, মাথায় হাত ব্যবসায়ীর
একটি ঘোড়া কিনেছিলেন সাধ করে। তারপর তাকে বাড়িতে এনে স্নান করাতে যান তিনি। স্নান করাতেই ঘোড়ার গা থেকে গড়াতে শুরু করে কালো রং।
অনেকদিন ধরেই একটি ঘোড়ার খামার খোলার পরিকল্পনা করছিলেন তিনি। চাইছিলেন ভাল জাতের একটি ঘোড়া কিনতে। এজন্য খোঁজখবর শুরু করেন। খবরও পান।
বিক্রেতারা তাঁকে জানায় একটি মাড়োয়ারি প্রজাতির ঘোড়া রয়েছে তাদের কাছে। তায় আবার ঘোড়াটি কালো। যে গায়ের রংয়ের ঘোড়া কার্যত বিরল।
এত ভাল ঘোড়া পেয়ে আর হাতছাড়া করতে চাননি ওই কাপড় ব্যবসায়ী। ২২ লক্ষ ৬৫ হাজার টাকায় রফা হয়। সেই টাকা বিক্রেতাদের হাতে তুলে দিয়ে ঘোড়া নিয়ে পঞ্জাবের বাসিন্দা রমেশ কুমার বাড়ি ফিরে আসেন।
বাড়িতে ঘোড়াটিকে এনে প্রথমেই তাকে স্নান করিয়ে ঘরে তোলার স্থির করেন রমেশ। সেইমত স্নান করানো হয় ঘোড়াকে। আর সেই স্নান করাতে গিয়েই মাথায় হাত পড়ে ব্যবসায়ীর।
রমেশ কুমার দেখেন ঘোড়াকে যতই স্নান করাচ্ছেন ততই তার গা থেকে কালো রং গড়িয়ে পড়ছে। আর তা হতে হতে এক সময় সাধারণ ঘোড়ার যে বাদামি রং হয় তা বেরিয়ে আসে।
তাঁর বুঝতে অসুবিধা হয় না ঘোড়ার গায়ে কালো রং করে তাঁকে বিক্রি করা হয়েছে। আর এভাবে তাঁকে ঠকানো হয়েছে। কালো ঘোড়া বেচা হচ্ছে বলে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তাঁর কাছ থেকে।
রমেশ কুমার পুলিশের কাছে ৩ ঘোড়া বিক্রেতা যতীন্দর পাল সিং সেখোঁ, লখিন্দর সিং ও লাচরা খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে এই ৩ ঘোড়া বিক্রেতা এর আগে আরও ৮ জনকে এভাবে ঠকিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা