পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে শেষ হল কুকুরের শেষকৃত্য
এক ল্যাব্রাডর প্রজাতির কুকুরের শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ মর্যাদায়। তার এই শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুলিশের তাবড় কর্তারা। তাঁরাও সম্মান জানান কুকুরটিকে।
গত রবিবার তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল সে। অবশেষে ভাইকন নামে ল্যাব্রাডর প্রজাতির কুকুরটির মৃত্যু হয়। দীর্ঘ রোগ ভোগেই তার মৃত্যু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে।
মৃত্যুর পর এবার ভাইকনের শেষকৃত্যের আয়োজন করে পুলিশ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। শেষকৃত্যের আগে তাকে যাবতীয় সম্মান প্রদর্শন করা হয় পুলিশের পক্ষ থেকে।
ভাইকনের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার থেকে সার্কেল অফিসার সকলেই। এছাড়া পুলিশকর্মীরা তো ছিলেনই। ভাইকনের শেষকৃত্যের আয়োজনে এতটুকু ত্রুটি রাখা হয়নি।
মনে হতেই পারে একটি কুকুরের মৃত্যুতে এত আয়োজন কেন? কারণ রয়েছে। ভাইকনের জন্ম ২০১১ সালে। ২০১২ সালে সে পুলিশে যোগ দেয়। তারপর থেকে সে পুলিশের বিস্ফোরক খোঁজার স্নিফার ডগের কাজ করছিল।
পুলিশের তরফে জানানো হয়েছে ভাইকন পুলিশের অনেক বড় বড় অপারেশনে অংশ নিয়েছে। নিজের কাজ দক্ষতার সঙ্গে করেছে। পুলিশকে গত ১০ বছরের ওপর সে পরিষেবা দিয়েছে।
১০ বছর ৯ মাসের কর্মজীবনে ভাইকন উত্তরপ্রদেশ পুলিশের হয়ে অনেকগুলি সফল অপারেশনে সঙ্গী ছিল। এর আগেও ১০ বছরের ওপর কাজ করা এক স্নিফার ডগকে এভাবেই সম্মান জানিয়েছিল পুলিশ।
ভাইকনের ক্ষেত্রেও তার মৃত্যুর পর শেষকৃত্যে এতটুকু ফাঁক রাখা হল না। উত্তরপ্রদেশের মোরাদাবাদে ভাইকনের শেষকৃত্য পূর্ণ মর্যাদায় অনুষ্ঠিত হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা