ছিল গাড়ির বনেট, হয়ে গেল চাটু, তার ওপরই রাস্তায় দাঁড়িয়ে রুটি বানালেন মহিলা
গাড়ির বনেট গরম হয় ঠিকই, তবে এতটাও নয় যে তাকে আগুনের ওপর বসানো চাটুর সঙ্গে তুলনা করা যায়! কিন্তু এবার এপ্রিলে এমনটাও বাস্তবে সম্ভব হল।
এক মহিলা গাড়ির বনেটের ওপর চাকিবেলন নিয়ে তৈরি। চাকির পর রাখা একটি আটার লেচি। যা রুটি তৈরি করতে কাজে লাগে। গাড়ির বনেটের ওপর এসব রেখে কি করতে চাইছেন ওই মহিলা?
একটু অবাক হয়েই পথচলতি অনেকে দাঁড়িয়ে পড়েন আশপাশে। কয়েকজন মোবাইল ক্যামেরায় ছবিও তুলতে শুরু করেন। মহিলা অবশ্য নিজের কাজ করে চলেছেন।
তিনি প্রথমে চাকিতে রুটিটা বেলে নিলেন। তারপর চাকিবেলন সরিয়ে ওই বেলা লেচি গরম চাটুতে রুটি করার সময় যেমনভাবে দেওয়া হয় তেমন ভাবে সেটিকে গাড়ির বনেটের ওপর রাখলেন।
হাতে ধরা ছিল খুন্তি। একটু অপেক্ষা, তারপর রুটির অন্যদিক খুন্তি দিয়ে পাল্টে ফেলা। এমন করে এপিঠ ওপিঠ করে কিছুটা সেঁকতেই সুন্দর একটি রুটি তৈরি হয়ে গেল! যা অনায়াসেই খাওয়া যেতে পারে।
দেশের সিংহভাগ এবার এক অসহ্য গরমে পুড়ছে। এপ্রিলেই পারদ অনেক জায়গায় ৪০ ডিগ্রির ওপর রয়েছে। অনেক জায়গায় ৪৫ ডিগ্রিও পার করেছে।
এই অসহ্য গরমে গাড়ির বনেটও যে তেতে গরম চাটুর রূপ নিচ্ছে সেটা বোঝাতেই এই কাণ্ড করে দেখালেন ওই মহিলা। ওড়িশার শোনপুরে গরমের হাল বোঝাতে গাড়ির বনেটে রুটি তৈরি করে দেখিয়ে গোটা দেশের নজর কেড়েছেন ওই মহিলা। প্রথমে একটি স্থানীয় চ্যানেল ওই মহিলার এই বনেটে রুটি তৈরি সম্প্রচার করে। তারপর তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।