প্রেমিক সাপের প্রতিশোধ, নাগালে পেলেই ছোবল মারছে এক যুবককে
এক যুবককে তার নাগালে পেলেই ছোবল মারছে একটি সাপ। এখনও পর্যন্ত ৭ বার ছোবল খেয়েছেন ওই যুবক। অবশ্য এ ছোবলের পিছনে লুকিয়ে আছে প্রতিশোধের আগুন।
একদিন যখন পেশায় কৃষক বাবলু নামে এক যুবক মাঠে কাজ করছিলেন তখন এক জোড়া সাপ তার সামনে এসে পড়ে। তাঁর দিকে এগিয়ে আসতে পাল্টা লাঠি নিয়ে ওই যুবকও তেড়ে যান সাপ ২টির দিকে। তারপর নিজেকে বাঁচাতে একটি সাপকে লাঠিপেটা করে মেরে ফেলেন।
সঙ্গী সাপটি তখনকার জন্য পালিয়ে যায়। কিন্তু এরপরই শুরু হয় সমস্যা। বাবলু জানাচ্ছেন তিনি যখন ওই জমিতে কাজ করেন তখন মাঝে মাঝেই সাপের ছোবল খেতে হয় তাঁকে। আর তিনি নিশ্চিত যে একটি সাপই তাঁকে ছোবল মেরে যায়।
জোড়া সাপের একটিকে তিনি হত্যা করেছিলেন। তাই তার সঙ্গী এখন প্রতিশোধ নিতে সুযোগ পেলেই তাঁকে ছোবল বসায়। এখনও পর্যন্ত ৭ বার ছোবল খেয়েছেন বাবলু। তবে এটাও এক চমৎকার যে বাবলু ৭ বার সাপের ছোবল খেয়েও সুস্থ আছেন।
স্থানীয় এক ওঝা বাবলুকে জানান সঙ্গীকে হারানোর যন্ত্রণা থেকেই ওই সাপটি প্রতিশোধ নিতে বারবার এসে ছোবল বসাচ্ছে। বাবলুর সঙ্গে যাঁরা মাঠে কাজ করেন তাঁরা বাবলুকে পরামর্শ দিয়েছিলেন এভাবে সাপের ছোবল খাওয়া থেকে বাঁচতে পুজো পাঠ করাতে। কিন্তু সে রাস্তায় হাঁটেননি বাবলু।
বাবলুর মতে, তিনি ওই সাপের সঙ্গীকে হত্যা করে কোনও ভুল করেননি। নিজেকে বাঁচানোর জন্য তিনি ওই কাজ করেছিলেন। তাই তিনি সেজন্য অনুতপ্তও নন। কিন্তু ৭ বারের পরও কি ওই সাপের ছোবল থেকে রেহাই পাবেন বাবলু? তা অবশ্য সময়ই বলে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা