বরকে ফেলে নিমন্ত্রণে আসা এক অতিথির সঙ্গে মেয়ের বিয়ে দিলেন বাবা
বরের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন না বাবা। বরং বিয়েতে আসা এক অতিথির সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিলেন তিনি। কিন্তু কেন? কারণ তো অবশ্যই রয়েছে।
বিয়ের সব আয়োজন সম্পূর্ণ। আলো জ্বলে উঠেছে বিয়েবাড়ি জুড়ে। অতিথি সমাগমও হয়েছে। কনেও তৈরি। এখন অপেক্ষা বর আসার। কিন্তু বর সময়ে আসছেন না কেন?
খবর নেওয়ার চেষ্টা হয়। কনের বাড়ি জানতে পারে বর পথেই রয়েছেন। অবশেষে বর এসে পৌঁছলেন বটে। তবে তার আগেই এক অতিথির সঙ্গে মেয়ের বিয়ে দিলেন মেয়ের বাবা।
বর বিয়ে করতে আসার আনন্দে মদ্যপান করে তখন কার্যত মদ্যপ। সেই অবস্থায় বরযাত্রীদের সঙ্গে বিয়ে করতে আসার পথে নেচে ক্লান্তও।
বিয়ে করতে যখন আসার কথা সে সময় অনেকক্ষণ পার হয়ে গেছে। সে হুঁশও তাঁর ছিলনা। মেয়ে ও তাঁর পরিবার ৪ ঘণ্টা ধরে বর আসার অপেক্ষা করতেই থাকেন।
৪ ঘণ্টা অপেক্ষার পর এমন এক পাত্রের হাতে মেয়েকে সঁপে দিতে পারেননি বাবা। বিয়ের আসরেই তিনি সিদ্ধান্ত নেন স্থির করা পাত্রের সঙ্গে নয়, তিনি অন্য কারও সঙ্গে মেয়ের বিয়ে দেবেন।
যখন আসার কথা তার ৪ ঘণ্টা পর যখন বর মদ্যপ অবস্থায় নাচতে নাচতে বিয়ের আসরে পৌঁছন তখন তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয় তাঁর হাতে মেয়েকে তুলে দেওয়া হবেনা। তাঁকে অন্য একজনের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলার পাঙ্গরা গ্রামে। গ্রামের প্রায় সকলেই কনের বাবার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। নাচতে নাচতে এলেও পরে হতাশ হয়ে বরযাত্রী নিয়ে ফিরে যান বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা