শচীন তেন্ডুলকর ও লতা মঙ্গেশকরকে নিয়ে তৈরি মিমিক্রি ঘিরে দেশ জুড়ে সমালোচনার ঝড়। যার হাত ধরে এই দুই ভারতরত্নকে নিয়ে মিমিক্রি সর্বত্র ভাইরালের মত ছড়িয়ে পড়েছে সেই তন্ময় ভাটের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে খোদ মহারাষ্ট্র সরকার। ব্যবস্থা নিতে বলা হয়েছে এআইবি-র বিরুদ্ধেও। সম্প্রতি প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি বিরাট কোহলিকে শচীনের চেয়েও অনেক বেশি প্রতিভাবান ক্রিকেটার বলে দাবি করেন। সেই বিরাট-শচীন তুলনা নিয়েই শুরু হচ্ছে এই মিমিক্রি। যেখানে বিরাটকে কটাক্ষ করছেন শচীনরূপী তন্ময়। আবার শচীনকে কটাক্ষ করে লতা মঙ্গেশকররূপী তন্ময় বিরাটকে শচীনের চেয়ে ভাল ক্রিকেটার বলায় দুজনের মধ্যে একটা বাক্যবাণের লড়াই হচ্ছে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই দেশের দুই গর্বকে নিয়ে এমন মিমিক্রির কড়া ভাষায় সমালোচনা আছড়ে পড়তে থাকে। তন্ময় ভাটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।
Leave a Reply