বিরিয়ানি দিয়ে মেখে দেড় লক্ষ টাকার গয়না খেয়ে নিলেন যুবক
এমন অনেককিছুই হয় যা শুনলে গল্প মনে হয়। কিন্তু বাস্তবেই এক যুবক বিরিয়ানি দিয়ে মেখে দেড় লক্ষ টাকার গয়না বেমালুম খেয়ে ফেললেন।
গত মঙ্গলবারের কথা। ইদের দিন এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল অন্য বন্ধুর। শর্ত ছিল নিমন্ত্রণে তাঁর বান্ধবীকেও সঙ্গে আনতে হবে।
সেইমত ওই ৩২ বছরের যুবক তাঁর বান্ধবীকে নিয়ে মঙ্গলবার সন্ধেয় বন্ধুর বাড়িতে হাজির হন। আয়োজন ছিল যথেষ্ট। ছিল মদ্যপানের বন্দোবস্তও।
ওই যুবকও মদ্যপান করেন। তারপর শুরু হয় খাওয়াদাওয়ার পর্ব। বিরিয়ানি ছিল মেনুতে। ওই যুবকও বিরিয়ানিতে মজে যান।
খাওয়াদাওয়ার পর যে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল তাঁর পরিবারের এক সদস্য লক্ষ্য করেন তাঁদের একটি হিরের নেকলেস, একটি সোনার চেন এবং একটি হিরের পেনডেন্ট উধাও।
দ্রুত তারা পুলিশে খবর দেয়। পুলিশকে ওই পরিবারর তরফে জানানো হয় যে তারা সন্দেহ করছে যে ওই ৩২ বছরের যুবকই ওগুলো সরানোর পিছনে রয়েছেন।
পুলিশ তার পরদিনই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের প্রশ্নের মুখে ওই যুবক স্বীকার করে নেন যে তিনিই ওই কাণ্ড ঘটিয়েছেন। বিরিয়ানি দিয়ে মেখে তিনি ওই গয়না ৩টি খেয়ে নেন। গয়না তো তাহলে যুবকের পাকস্থলীতে পৌঁছেছে। সেখান থেকে তা উদ্ধার করতে গেলে চিকিৎসকের প্রয়োজন।
চিকিৎসক সব শুনে ওই যুবককে এনেমা দেওয়া স্থির করেন। প্রসঙ্গত এনেমা হল পায়ুদ্বার দিয়ে দেওয়া এক ধরনের তরল যা মলত্যাগের সমস্যা দূর করে। এনেমা প্রয়োগ করার পর ওই যুবকের মলের সঙ্গে গয়নাগুলি বেরিয়ে আসে। উদ্ধার হয় সেগুলি।
এদিকে গয়না ফেরত পাওয়ার পর ওই যুবকের ওপর থেকে যাবতীয় অভিযোগ তুলে নেন অভিযোগকারী মহিলা। ফলে ওই যুবকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা