একটি মামলার যাবতীয় প্রমাণ লোপাট করে দিল বাঁদর
একটি মামলার যাবতীয় প্রমাণ নিয়ে পালিয়ে গেছে একটি বাঁদর। ফলে তাদের হাতে আর সেসব প্রমাণ নেই, আদালতকে একথা জানাল পুলিশ।
২০১৬ সালে এক ব্যক্তির রহস্য মৃত্যু হয়। পরিবারের লোকজন দাবি করেন যে শশিকান্ত শর্মা নামে ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের কর্মীকে হত্যা করা হয়েছে। পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে।
২ দিন নিখোঁজ থাকার পর শশিকান্তের দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তেও পাঠানো হয়। পুলিশ তদন্তে নেমে ২ জনকে গ্রেফতার করে। শুরু হয় মামলা।
আদালতে এই মামলার শুনানি চলতে থাকে। রাজস্থানের জয়পুরের চাঁদওয়াজি এলাকায় ঘটা সেই ঘটনা সে সময় চাঞ্চল্যের সৃষ্টি করে।
এদিকে মামলা চলতে থাকে। বছর ঘুরতে থাকে। অবশেষে আসে সেই দিন যেদিন পুলিশের কাছ থেকে এই ঘটনার তথ্যপ্রমাণ চায় আদালত।
পুলিশ এতদিন চুপ থাকলেও এবার আদালতকে জানাতে বাধ্য হয় যে তাদের কাছে আর কোনও প্রমাণ নেই। হত্যায় ব্যবহৃত ছুরি থেকে শুরু করে ১৫টি প্রমাণ যা তারা জোগাড় করেছিল তা সবই খোয়া গেছে।
পুলিশ যে ব্যাগে করে সেগুলি রেখেছিল সেই ব্যাগ নিয়ে পালিয়ে গেছে একটি বাঁদর। সে ব্যাগ আর ফেরত পাওয়া যায়নি। ফলে পুলিশের হাতে এখন আর কোনও প্রমাণ নেই।
ব্যাগটি রাখা ছিল একটি গাছের তলায়। তখনই কোথা থেকে এসে ব্যাগ নিয়ে চম্পট দেয় বাঁদরটি। সেই বাঁদর ও ব্যাগ আর খুঁজে পাওয়া যায়নি। পুলিশের কাছ থেকে বাঁদরের এই প্রমাণ নিয়ে চম্পট দেওয়ার বিষয়টি এখন সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে।