National

অশনিতে উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এল রহস্যময় সোনালি রথ

এমন কিছুই তো ছিলনা। তাহলে এল কোথা থেকে? হতবাক হয়ে গেলেন সমুদ্রের ধারের মানুষগুলো। একটা আস্ত সোনালি রথ ভেসে এসে ঠেকল বালুকাবেলায়।

অশনি বুধবার থেকে ক্রমে দুর্বল হতে শুরু করেছে। ক্রমে তা শক্তি হারিয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কথা। অশনিসংকেত থাকলেও ঝড় শেষ পর্যন্ত ডাঙায় হয়তো উঠবে না। কিন্তু বঙ্গোপসাগরের ওপর এই অতি শক্তিশালী ঝড় সমুদ্রকে উত্তাল করে দেয়। বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়তে থাকে অন্ধ্রপ্রদেশের উপকূলে।

শ্রীকাকুলামের সমুদ্রতটে সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠে বঙ্গোপসাগর। গত মঙ্গলবার সন্ধেয় তখন শ্রীকাকুলামের সমুদ্র উত্তাল। স্থানীয় সমুদ্র তীরবর্তী মৎস্যজীবীদের নজরে পড়ে সমুদ্রের বালির চরে একটি কি যেন এসে আটকেছে!


কি ওটা? দেখতে তাঁরা এগিয়ে যান। প্রবল বৃষ্টি আর ঝোড়ো হাওয়ার মধ্যে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তালেই কি ওটা ভেসে এসেছে?

মৎস্যজীবীরা দেখেন একটা অতিকায় রথ বালিতে আটকে গেছে। পুরো রথটা সোনালি রংয়ের। আবার সেটা রথের মত দেখতে জাহাজও হতে পারে।


সকলে ওই দুর্যোগের মধ্যেই কৌতূহল সম্বরণ করতে না পেরে ওই রথের কাছে পৌঁছে যান। খবর পেয়ে আশপাশ থেকেও বহু মানুষ হাজির হন সমুদ্রের ধারে। একবার চোখের দেখা দেখতে উপচে পড়ে ভিড়।

অনেকের মতে, এটি উত্তাল সমুদ্রের ঢেউয়ে ভেসে এসেছে থাইল্যান্ড বা জাপান থেকে। পুলিশ দ্রুত সেখানে হাজির হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

প্রশাসনের তরফেও ওই রথ কোথা থেকে এল তার খোঁজ শুরু হয়। সতর্ক করা হয় গোয়েন্দা বিভাগকেও। এমনকি প্রশাসনিক কয়েকজন কর্তা মনে করছেন ওটা আসলে দক্ষিণী কোনও সিনেমায় ব্যবহার হওয়া সেট। তবে সেটি ঠিক কোথা থেকে ভেসে এসেছে তা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button