গাছের রান্নাঘরে বিদেশি শত্রুর হানা, অনেকটা বাড়তে চলেছে সুস্বাদু আমের দাম
এ আমের ভুবন ভোলানো স্বাদ নিয়ে কারও কোনও দ্বিমত নেই। দেশজুড়ে চাহিদাও যথেষ্ট। কিন্তু এবার এ আম অনেক বেশি দামে কিনতে হবে আম বিলাসীদের।
আমের সময় এসে গেছে। ফলে দেশের বিভিন্ন প্রান্তেই মানুষ এখন আমে মজে আছেন। নিজেদের স্থানীয় আম তো আছেই, এমনকি অন্য রাজ্যের বিখ্যাত সব আমও হাজির বাজারে।
ভারতের যে প্রান্তেই যাওয়া যায় সেখানেই তাদের স্থানীয় আমের নিজস্ব স্বাদ আম বিলাসীদের রসনা তৃপ্তির কারণ হয়। এমনই একটি আম ধর্মপুরী।
ধর্মপুরী আম হল দক্ষিণ ভারতীয় আমের অন্যতম এক প্রজাতি। যার কদর ভারত জোড়া। ধর্মপুরী আম তামিলনাড়ুতে হয়। তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় এই আম প্রতিবছর ১৫ হাজার হেক্টর জমিতে ভরে যায়।
প্রতিবছর দেড় লক্ষ মেট্রিক টন আমের ফলন হয় এখানে। যা বিক্রি করে মোটা মুনাফার মুখ দেখেন এখানকার আম চাষিরা। এবার কিন্তু আমের মরসুমেও তাঁদের মুখে হাসি নেই।
তামিলনাড়ুর ধর্মপুরী জেলার নামই এই আমের জন্য। এবার সেই আমগাছের রান্নাঘরেই হানা দিয়েছে বিদেশি শত্রু। ধর্মপুরীর আম চাষিরা জানাচ্ছেন, এবার ২টি পোকা হানা দিয়েছে আমগাছে। যা ছড়িয়ে পড়েছে এখানকার আমবাগানগুলিতে। গাছে গাছে ছড়িয়ে গেছে।
এবার গাছের পাতা খেয়ে সাফ করে দিচ্ছে। যার ফলে সালোকসংশ্লেষ প্রক্রিয়া বিঘ্নিত হচ্ছে। গাছের রান্নাঘর বলে পরিচিত গাছের পাতায় যথেষ্ট খাবার গাছের জন্য তৈরি হচ্ছে না। যা আমের ফলন কমিয়ে দিয়েছে।
এই পোকাদের আটকানো এখন প্রায় দুঃসাধ্য। আর এর জেরে এবার আমের ফলন অর্ধেক হতে চলেছে। যার ফলে এবার দেশে ধর্মপুরী আমের দাম আকাশছোঁয়া হতে পারে বলে আগাম ইঙ্গিত দিয়ে দিয়েছেন এখানকার আম চাষিরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা