National

চোখে এভিয়েটর, হাতে ট্রাক্টরের স্টিয়ারিং, দাপটে বিয়ে করতে এলেন কনে

কনে কেমন সাজলেন। কেমন দেখতে লাগছে তাঁকে। সেদিকে বিয়ের দিন সকলের নজর থাকে। তবে এ কনে একদম অন্য ধাঁচের। বিয়ে করতে এলেন দাপটে।

আধুনিক জীবনে বিয়ের পুরনো ধারনায় থাবা বসিয়েছে নতুন কিছু করার ভাবনা। বিয়ে মানে বর আসবেন বরযাত্রী নিয়ে। কনে বেনারসি, গয়নায় সেজে থাকবেন। একরাশ লজ্জাই হবে তখন তাঁর ভূষণ। কনের এই লজ্জাভাবের সঙ্গেই এ দেশের মানুষ পরিচিত।

কিন্তু সময় বদলাচ্ছে। এখন কনেরা বিয়েতে আর লজ্জাকে আভূষণ বানান না। বরং বিয়েতে তাঁরাও দাপটে অংশ নেন। যেমনটা দেখা গেল একটি বিয়েতে।


সেখানে সকলেই অপেক্ষায় ছিলেন কনে কখন আসবেন সেই জন্য। কনে এলেন বটে। বিয়ের সাজেই এলেন। তবে এলেন সিনেমার মত। দাপটে বিয়ের মঞ্চে পৌঁছে সকলকে তাক লাগিয়ে দিলেন।

কনের চোখে ছিল এভিয়েটর রোদচশমা। হাত ছিল ট্রাক্টরের স্টিয়ারিংয়ে। গ্রামাঞ্চলে কৃষিকাজে যুক্ত মানুষের জীবনে এখন ট্র্যাক্টর এক বড় ভরসা। সেই ট্র্যাক্টর যে কনেকে নিয়ে আসতেও কাজে লাগে তা অনেকের ধারনার বাইরে ছিল। তাও আবার তা নিয়ে এলেন কনে নিজেই।


কনের এমন দাপুটে বিয়ে করতে আসা এখন দেশজুড়ে একটা খবরে পরিণত হয়েছে। মধ্যপ্রদেশের বেতুল জেলার জাভরা গ্রামে এমনই এক দাপুটে কনের ট্র্যাক্টর চালিয়ে বিয়ে করতে আসার কাহিনি এলাকা তো বটেই, এমনকি দূর দূরান্তেও মুখে মুখে ঘুরছে।

কনে ভারতী টাগরে পেশায় ইঞ্জিনিয়ার। ভারতী নিজেই চেয়েছিলেন তাঁর বিয়েতে তিনি এমন কিছু করবেন যা তাক লাগিয়ে দেবে। সেটাই তিনি করে দেখালেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button