জুতো মাথায় গ্রাম ছাড়তে বাধ্য হল ৫ তরুণ
জুতো মাথায় করে গ্রাম ছাড়তে বাধ্য করা হল ৫ তরুণকে। কতদিন তাদের গ্রামের বাইরে থাকতে হবে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।
গ্রাম পঞ্চায়েতের হাত ধরেই হল শুনানি। তারপর গ্রাম পঞ্চায়েতই রায় দিল। আর সেই রায় মেনে গ্রামের ৫ তরুণকে গ্রাম ছাড়তে হল। তাও আবার জুতো মাথায় করে।
প্রথমে জুতো মাথায় করে গ্রামে ঘোরানো হয় তাদের। তারপর তাদের গ্রাম থেকে বার করে দেওয়া হয়। গ্রামেরই বাসিন্দা ৫ তরুণের এই পরিণতির পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে পুলিশ।
এই ৫ তরুণ কয়েকদিন আগে একটি ফেসবুক লাইভ করে। সেখানে তাদের বেশ কিছু কুকথা বলতে শোনা যায়। যা ছিল একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে।
বিষয়টি সামনে আসার পর বিষয়টি গ্রাম পঞ্চায়েতের দরবারে পৌঁছয়। পঞ্চায়েত ডাকা হয়। উপস্থিত হয় অভিযুক্ত ৫ তরুণ। হাজির হন গ্রামবাসীরাও।
ভারতে গ্রামের কোনও ঘটনায় গ্রামের মোড়লরাই পঞ্চায়েতে রায় দান করে থাকেন। এ এক পুরনো রীতি। এক্ষেত্রে প্রায় আদালতের কাজ করে এই পঞ্চায়েত। এক্ষেত্রেও পঞ্চায়েত তাদের রায় শোনায়।
ওই ৫ তরুণকে মাথায় জুতো নিয়ে পুরো গ্রাম ঘোরানোর পর তাদের গ্রাম ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়। ১১ মাসের জন্য তাদের গ্রাম থেকে বহিষ্কৃত করা হয়েছে।
ঘটনাটি সামনে আসার পর পুলিশ একটি এফআইআর দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই ৫ তরুণ ফেসবুকে ঠিক কী বলেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ। তরুণদের পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাটি ঘটেছে বিহারের সারন জেলার মিঠেপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা