প্রতিবেশি রাজ্যে একসঙ্গে একদিনে পদত্যাগ করলেন সব মন্ত্রী
প্রতিবেশি রাজ্যে এমন এক ঘটনা ঘটল যা কিছুটা অবাক করেছে সকলকে। রাজ্যের সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করলেন। পদত্যাগপত্রও পাঠিয়ে দিলেন।
পশ্চিমবঙ্গের প্রতিবেশি রাজ্যে এমন একটা ঘটনা ঘটল যা অনেককে অবাক করেছে। প্রশ্ন উঠেছে কি এমন হল যে সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করলেন?
এটাই হয়েছে ওড়িশায়। সব মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেছেন। তাও আবার একই দিনে। প্রায় একসঙ্গে। শুধু মন্ত্রীরাই নন, ওড়িশা বিধানসভার স্পিকার এসএন পাত্রও পদত্যাগ করেছেন।
স্পিকার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকারের কাছে। তবে কি ওড়িশার নবীন পট্টনায়েক সরকার নজিরবিহীন বিপ্লবের মুখে পড়ল? এমন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
ঘটনাটি ঘটেছে অন্য। সব মন্ত্রীর একসঙ্গে পদত্যাগ করা বা স্পিকারের পদত্যাগ করার ঘটনা ঘটেছে ঠিকই, তবে তা হয়েছে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকর নির্দেশে। সবে শেষ হয়েছে ব্রজরাজনগর বিধানসভা আসনে উপনির্বাচন। তারপরই এই পদত্যাগ পর্বের ঘটনা ঘটল।
আসলে নবীন পট্টনায়েক তাঁর মন্ত্রিসভা ঢেলে সাজানোর রাস্তায় হাঁটছেন। অনেক নতুন মুখ মন্ত্রিত্বে আসতে পারে। অনেক মন্ত্রীর জন্য বরাদ্দ হতে পারে অন্য দফতর।
আবার এমনও শোনা যাচ্ছে যে ওড়িশার বিজেডি সরকারে এই প্রথম কোনও মহিলা স্পিকার দায়িত্ব পেতে পারেন। বিদায়ী স্পিকার এসএন পাত্র মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন।
রবিবারই ওড়িশার রাজভবনে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। এখন সকলেই তাকিয়ে আছেন নবীন পট্টনায়েকর নতুন মন্ত্রিসভা কেমন হতে চলেছে সেদিকে। কোন কোন মন্ত্রীর মন্ত্রিত্ব যেতে পারে সেটাও দেখতে চাইছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা