জলে নামতে হল না, ডাঙাতেই চুটিয়ে মাছ ধরলেন গ্রামবাসীরা
জলে নেমে জাল ফেলে মাছ ধরা যায়। জলের ধারে বসে ছিপ ফেলে মাছ গাঁথা যায়। কিন্তু শুকনো ডাঙায়ও যে মাছ ধরা সম্ভব তা দেখা গেল।
মাছ তো জলে থাকে। ফলে তাকে পাকড়াও করতে জল ছুঁতে হয়। কখনও জলে নেমে জাল ফেলে মাছ ধরা হয়। কখনও ছিপ ফেলে বঁড়শিতে গাঁথা হয় মাছ। আবার মৎস্যজীবীরা নদী বা সমুদ্রে গিয়ে মাছ ধরে আনেন।
কিন্তু ২ কেজি ওজনের মাছদের শুকনো ডাঙায় ধরা সম্ভব হবে সেটা কেউ ভেবেছিলেন কি! অন্তত ঘটনাটা ঘটার আগে কয়েকটি গ্রামের লোকজন তো ভাবতে পারেননি।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভদ্রাদ্রী কোথাগুদেম জেলায়। এখানেই বারগামপাহাদ এলাকা দিয়ে যাওয়া সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছড়িয়ে পড়ে ট্রাকে থাকা সব মাছ।
রাস্তায় লুটোপুটি খেতে থাকে টাটকা সব প্রায় ২ কেজি ওজনের মাছ। যে খবর ছড়াতে সময় নেয়নি। রাস্তার ওপর টাটকা মাছ পড়ে লুটোপুটি খাচ্ছে। শুনে আশপাশের গ্রামের প্রায় সব মানুষ ছুটে আসেন।
কেউ খালি হাতেই তুলে নিতে থাকেন মাছ। কেউ আবার আসার সময় বস্তা নিয়ে এসেছিলেন। সেই বস্তায় যতগুলো সম্ভব মাছ পুরে ফেলতে থাকেন।
রাস্তায় ছড়িয়ে পড়া মাছ তো সব লুঠ হয়েই যায়, সেইসঙ্গে যে সব মাছ তখনও উল্টে যাওয়া ট্রাকের মধ্যেই ছিল সেগুলিও লুঠ হয়ে যায়।
এই দুর্ঘটনায় ট্রাকের চালক তেমন আঘাত পাননি। তবে গন্তব্যে পৌঁছনোর আগেই চোখের সামনে লুঠ হয়ে যেতে দেখেন তাঁর ট্রাকে থাকা সব মাছ। ৪ হাজার মাছ ছিল ওই ট্রাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা