মালার বদলে বরকনে একে অপরকে পরিয়ে দিলেন জ্যান্ত সাপ, হয়ে গেল বিয়ে
ঘটনাটি অনেকদিন আগের। তবে সেটি নতুন করে ইন্টারনেটের দুনিয়ায় আলোড়ন ফেলেছে। যেখানে বরকনের ফুলের বদলে সাপ দিয়ে হল মালাবদল।
বরকনে দুজনের পরনেই সাদা পোশাক। আশপাশে অনেকেই বিয়েতে শামিল হয়েছেন। খোলা আকাশের নিচেই চলছে বিয়ের মন্ত্রোচ্চারণ।
কনে নির্বিকারভাবে একটি বিষধর সাপ চেপে ধরে দাঁড়িয়ে আছেন। তাঁকে মন্ত্রপাঠ করাচ্ছেন পাশে থাকা পুরোহিত। মন্ত্রপাঠ শেষ হলে সেই জ্যান্ত সাপকে বরমালা করে কনে পরিয়ে দিলেন তাঁর হবু স্বামীকে।
স্বামীর গলায় সেই বিষধর সাপ বরমালা হয়ে ঝুলল। তারপর বর সেই বিষধর সাপের মালা খুলে অন্য একজনের হাতে দিয়ে দিলেন। তারপর হাতে তুলে নিলেন একটি বিশাল চেহারার পাইথনকে।
পাইথনটি এমন পরিস্থিতিতে হাত ছাড়ানোর লড়াই চালাতে লাগল। একবার তো বরের সাদা প্যান্টটা কামড়েও ধরল। অবশ্য তাতে না বরের কিছু গেল এল, না কনের, আর নাই সমবেত অতিথিদের।
বরং মন্ত্রোচ্চারণ শেষ করে বর সেই ছটফটে পাইথন কনের গলায় পরিয়ে দিলেন। এরপর বর ও কনের পাইথন গলায় ঝোলা অবস্থায় ছবি তোলা হল। এভাবে জ্যান্ত সাপে মালাবদল করে বিয়ে হয়ে যায় ২৫ বছরের সিদ্ধার্থের সঙ্গে ২৩ বছরের শ্রুস্তি-র।
বিয়ের দিনটা সারাজীবনের জন্য এক বিশেষ দিন, বিশেষ মুহুর্ত। যা মনে রাখার মত করে রাখতে চান সকলেই। এজন্য বিভিন্ন সময়ে অভিনব সব ভাবনাও দেখা গেছে বিয়েতে।
তেমনই একটি বিয়ে হয়েছিল আজ থেকে ১২ বছর আগে। কিন্তু সেই ঘটনা এখন ফের একবার ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। যেখানে সাপ দিয়ে হয়েছিল মালাবদল। প্রসঙ্গত এই বিয়ে হয় মহারাষ্ট্রের বিদ জেলার একটি গ্রামে।