বাসে উঠে আর টিকিট কাটতে হবেনা, চালু হচ্ছে নতুন ব্যবস্থা
বাসে উঠে গন্তব্যে যাওয়ার হলে কন্ডাক্টরকে টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়। তবে আগামী দিনে টাকা দিয়ে টিকিট কাটার ব্যবস্থা উঠতে চলেছে।
বাসে ওঠার পর গন্তব্য জানালে পুরো যাত্রায় ঠিক কত ভাড়া পড়বে তা জানান কন্ডাক্টর। সেই টাকা তাঁকে প্রদান করেন যাত্রীরা। বদলে টিকিট পান কন্ডাক্টরের কাছ থেকে।
এই ব্যবস্থার সঙ্গে শুধু পশ্চিমবঙ্গ বলেই নয়, সারা ভারত অভ্যস্ত। তবে সে ব্যবস্থা আগামী দিনে তুলে দেওয়ার তোরজোড় শুরু হয়ে গেল। আগামী দিনে যাত্রীদের আর বাসে উঠে টিকিট কাটতে হবে না।
এই ব্যবস্থা প্রথমে চালু হতে চলেছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন জার্মান ব্যাঙ্কের আর্থিক সহায়তায় শুরু করছে এক বিশেষ ব্যবস্থা। মেট্রো যাত্রীদের মত তাদের কাছেও একটি কার্ড থাকবে।
তবে বাসে ওঠার সময় একবার কার্ড সোয়াইপ করা এবং নামার সময় ফের কার্ড সোয়াইপ করার মত সময় হাতে থাকেনা। যাত্রীদের ভিড়ও থাকে। তাই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতি ব্যবহার করা হবে।
এক্ষেত্রে জিপিএস মোবিলিটি পেমেন্ট সিস্টেম যুক্ত করে অর্থবিহীন টিকিট ব্যবস্থা চালু করা হবে। যা চলতি বছরের শেষ থেকেই তামিলনাড়ুতে চালু হয়ে যাবে বলে জানানো হয়েছে।
এক্ষেত্রে টাকা ভরার জন্য একটি বিশেষ অ্যাপও তৈরি করা হবে। যাত্রীরা সেই অ্যাপের মাধ্যমে গুগল পে বা পেটিএম দিয়ে ভাড়া রিচার্জ করে দিতে পারবেন।
তারপর যতক্ষণ তাঁর রিচার্জ না ফুরোচ্ছে ততক্ষণ তিনি টিকিট ছাড়াই বাসে যাতায়াত চালিয়ে যেতে পারবেন। তামিলনাড়ু পথ প্রদর্শক হলে তারপর এই ব্যবস্থা অন্য রাজ্যও গ্রহণ করতে পারে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা