তাঁকে সংসদে তাঁর বক্তব্য বলতে না দেওয়া হলে তিনি ইস্তফা দেবেন। মঙ্গলবার সকালেই হুমকিটা দিয়ে রেখেছিলেন বিএসপি সাংসদ তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। অভিযোগ করেছিলেন রাজ্যসভার ডেপুটি স্পিকার জে কুরিয়েন তাঁকে তাঁর বক্তব্য সংসদে পেশ করার সুযোগ দিচ্ছেন না। সেই হুমকি যে নিছক কথার কথা ছিলনা তা বিকেলেই প্রমাণ করে দিলেন তিনি। রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন মায়াবতী।
রাজ্যসভার সেক্রেটারি জেনারেল সমশের শরিফের হাতে মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ইস্তফাপত্র তুলে দেন মায়াবতী। ক্ষোভ উগরে বলেন, যখন সরকারপক্ষ তাঁকে তাঁর বক্তব্য পেশ করার জন্য সময়ই দিচ্ছে না তখন ইস্তফা দেওয়াই ভাল!