মিথ্যা বলে চিকিৎসককে ডেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিল মেয়ের বাড়ি
তিনি তরুণ। বিবাহের বয়স হয়েছে। পেশায় চিকিৎসক। এমন পাত্রকে হাতছাড়া না করে তাঁকে মিথ্যা বলে ডেকে নিয়ে গিয়ে এক তরুণীর সঙ্গে বিয়ে দিল তরুণীর পরিবার।
তাঁদের বাড়ির এক পোষ্য অসুস্থ। তাঁকে একটু দেখে দিতে হবে। তিনি যদি একটু আসেন। এই অনুরোধ নিয়ে ৩ জন এসেছিল তরুণ পশু চিকিৎসকের কাছে।
অসুস্থ পশুদের সুস্থ করাই তো তাঁর কাজ। তাই সেই ডাকে সাড়া দিতে দেরি করেননি তিনি। ওই চিকিৎসকের পরিবারের অভিযোগ, ওই ডাকে সাড়া দিয়েই যত সমস্যা হয়। তাঁদের ছেলেকে ডেকে নিয়ে যাওয়ার নাম করে আসলে তুলে নিয়ে যায় ওই ৩ জন।
প্রথমে ভয়ে সিঁটিয়ে যায় পরিবার। তারপর সাহস করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। এদিকে ওই পশু চিকিৎসককে তুলে নিয়ে গিয়ে তাঁর সঙ্গে এক তরুণীর জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়। যা ওই চিকিৎসকের অমতেই হয়।
ভয় দেখিয়ে পুরো বিয়েটা দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইতে। প্রসঙ্গ বিহারে এমন ঘটনা কিন্তু নতুন নয়। সমাজে আর্থিকভাবে প্রতিষ্ঠিত কোনও অবিবাহিত যুবক যে কোনও সময় এমন এক অবস্থায় পড়তে পারেন। এভাবে ভুলিয়ে ভালিয়ে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেওয়ার প্রবণতা বিহারের অনেক জায়গায় রয়েছে।
এদিকে যারা ওই পশু চিকিৎসককে এভাবে অসুস্থ পশুর চিকিৎসার নাম করে তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দেয় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।