এটিএম থেকে বেরিয়ে আসছে ৫ গুন টাকা, টাকা তুলতে ধাক্কাধাক্কি
একটি এটিএম থেকে কেউ টাকা তুলতে গেলে ৫ গুন অর্থ বেরিয়ে আসছে। একথা জানাজানি হতে এটিএম থেকে টাকা তোলার জন্য হইচই পড়ে যায়।
একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম। সেখান থেকে ৫০০ টাকা তুলতে গিয়েছিলেন একজন। এটিএম কার্ড দেওয়ার পর যখন স্ক্রিনে জানতে চাওয়া হয় তিনি কত টাকা তুলতে চান, ওই ব্যক্তি ৫০০ টাকাতে আঙুল ছোঁয়ান।
এরপর নিয়ম মেনে এটিএম থেকে টাকা বেরিয়ে আসে। কিন্তু ৫০০ টাকার ৫টি নোট হাতে আসে তাঁর। তবে কি ভুল করে তিনি আড়াই হাজার টাকা চেয়েছিলেন?
পরীক্ষা করতে তিনি ফের এটিএম কার্ড দিয়ে ৫০০ টাকা তোলার চেষ্টা করেন। এবারও একই কাণ্ড হয়। চেয়েছিলেন ৫০০ টাকা আর বেরিয়ে আসে ৫টি ৫০০ টাকা।
এ খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি। স্থানীয় অনেকেই খবর পেয়ে সময় নষ্ট না করে এটিএম থেকে টাকা তুলতে ভিড় জমান। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ এসে হাজির হয়ে এটিএমটি বন্ধ করে দেয়।
এটা পরিস্কার যে কোথাও কোনও ভুল থেকে এই কাণ্ড ঘটেছে। জানতে পারা যাচ্ছে এটিএম মেশিনের মধ্যে যে ট্রেতে ১০০ টাকা রাখার কথা, সেখানে ৫০০ টাকার নোট রাখায় যাবতীয় বিপত্তি ঘটে। পুরো ঘটনা খতিয়ে দেখছে ব্যাঙ্ক।
ঘটনাটি ঘটেছে গত বুধবার মহারাষ্ট্রের নাগপুর জেলার খাপারখেড়া শহরে। যাঁরা এটিএম থেকে অতিরিক্ত অর্থ তুলেছেন তাঁদের কাছ থেকে কীভাবে তা ফেরত নেবে ব্যাঙ্ক তা এখনও জানা যায়নি।