মাথায় হাত যুবকের, অর্ডার দিয়েছিলেন অনিয়ন রিংস, এল কাঁচা পেঁয়াজ
অনলাইনে খাবার অর্ডার করার পর নানা বিচিত্র অভিজ্ঞতা হয় গ্রাহকদের। তার একটি সাম্প্রতিক উদাহরণ কার্যত সকলকে অবাক করেছে। হাসিও থামছে না।
অনলাইনে খাবার অর্ডার করার পর কখনও ভুল খাবার, কখনও দীর্ঘ অপেক্ষার পর খাবার পাওয়া, এমন নানা অভিজ্ঞতার মুখে পড়তে হয় গ্রাহকদের। এবার দিল্লির এক যুবক তো পড়লেন আরও বিপদে।
খাবার অর্ডার দেওয়ার পর সময়মত ডেলিভারি হলেও যা এল তা দেখে মাথায় হাত পড়ে তাঁর। আসলে ওই যুবক অনিয়ন রিংস অর্ডার করেছিলেন। অনিয়ন রিংস হল সেই খাবার যা ব্রিটেন, আমেরিকাতেও যথেষ্ট জনপ্রিয়।
পেঁয়াজ গোট করে কেটে সেটিকে কোনও ব্যাটারে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে নিলে অনিয়ন রিংস হয়। এছাড়া গোল গোল করে কাটা পেঁয়াজকে পাউরুটির গুঁড়োয় মাখিয়ে মুচমুচে করে ভেজে নিয়েও অনিয়ন রিংস হয়।
বিদেশে অনিয়ন রিংস বানাতে অনেক সময় পেঁয়াজ বাটাও ব্যাবহার করা হয়। সহজ করে বললে বাংলায় যাকে পেঁয়াজি বলা হয়, অনিয়ন রিংস হল তাই। যা গোল করে কেটে সেই গোল আকার রেখেই ভাজা হয়। বাংলায় ব্যাটার হিসাবে ব্যাবহার হয় বেসন গোলা।
সেই অনিয়ন রিংস অর্ডার করার পর বাক্স তো হাতে এল। এবার তা খুলে ওই যুবক দেখেন তাঁকে ওই রেস্তোরাঁ গোল গোল করে কাটা কাঁচা পেঁয়াজ পাঠিয়ে দিয়েছে। যা দেখে ওই যুবকও হেসে ফেলেছেন। বিষয়টি তিনি সকলের সঙ্গে শেয়ারও করেছেন।
হাতের আঙুলে কাঁচা পেঁয়াজের সেই গোলগুলো আংটির মত করে পরে ছবি দেন তিনি। নেটিজেনরা যা নিয়ে হাসিঠাট্টা করতে ছাড়ছেন না। একজন লিখেছেন আসলে ওই রেস্তোরাঁ অর্ডারটা একটু বেশিই সিরিয়াসলি নিয়ে ফেলেছে।