কলেজের প্রিন্সিপালকে সকলের সামনে টেনে চড় কষালেন বিধায়ক
একটি কলেজের প্রিন্সিপালকে কলেজের ছাত্র থেকে কর্মী এবং অন্য মাস্টারমশাইদের সামনে টেনে চড় কষালেন এক বিধায়ক। বিধায়কের এই ঔদ্ধত্যে ক্ষুব্ধ অনেকেই।
রাজনৈতিক নেতাদের সীমাহীন ঔদ্ধত্যের ছবি এর আগেও বারবার প্রকাশ্যে এসেছে। এজন্য ২-১ দিন তাঁর বিরুদ্ধে মানুষ সমালোচনা করলেও তার বেশি কিছু হয়নি। ফলে রাজনৈতিক নেতাদের দুঃসাহস বেড়েছে।
সব রাজনৈতিক নেতা না হলেও এক দল রাজনৈতিক নেতা এমনটা চালিয়েই যাচ্ছেন। যেমন একটি কলেজ পরিদর্শনে গিয়ে কলেজের প্রিন্সিপালকেই চড় কষিয়ে দিলেন এক বিধায়ক।
সকলের সামনে একবার সপাটে চড় কষানোর পরও তিনি একাধিকবার তাঁর দিকে তেড়ে যান। হাতও তোলেন থাপ্পড় মারার জন্য।
তাঁর কলেজের ছাত্র থেকে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারিদের সামনে অধ্যক্ষকে এই লাঞ্ছনা সহ্য করতে হয়। এরসঙ্গে ছিল অশ্রাব্য ভাষায় প্রিন্সিপালকে তিরস্কার।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের মান্দিয়ায়। সেখানে নালওয়াড়ি কৃষ্ণরাজা কলেজের উন্নয়নের কাজ পরিদর্শনে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক জনতা দল সেকুলারের এম শ্রীনিবাস। সেখানে কম্পিউটার ল্যাবকে নতুন করে সাজানোর কাজ সম্বন্ধে প্রিন্সিপালকে প্রশ্ন করেন তিনি।
যার কয়েকটি উত্তর প্রিন্সিপাল সঠিকভাবে দিতে পারেননি বলে অভিযোগ। প্রিন্সিপাল সুস্পষ্ট উত্তর দিতে না পারার পরই রেগে প্রিন্সিপালকে সকলের সামনে মারেন ওই বিধায়ক।
বিধায়কের এই ঔদ্ধত্যের ছবি কয়েক দিন পর হলেও ছড়িয়ে পড়ে হুহু করে। তারপরই সমালোচনার ঝড় ওঠে। ওই প্রিন্সিপালকে অবিলম্বে ওই বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করার পরামর্শ দেন অনেকে। অনেকের মতে ওখানে যাঁরা দাঁড়িয়ে দেখছিলেন তাঁদের অন্তত প্রতিবাদ করা উচিত ছিল।