স্ত্রীকে যে সাপ ছোবল মারল তাকেও হাসপাতালে নিয়ে গেলেন স্বামী
স্ত্রীকে একটি সাপ ছোবল মেরেছে। স্বামী ছুটে আসেন চিৎকারে। তারপর স্ত্রীকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটেন। সাপটাকেও পাকড়াও করে নিয়ে যান হাসপাতালে।
স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় একটা আর্তনাদ। শুনে তাঁর স্বামী ছুটে আসেন। এসে দেখেন স্ত্রীকে একটি সাপ ছোবল মেরেছে। বিষ রক্তে মিশে যাওয়ার আগেই স্ত্রীকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি।
স্বামী আর দেরি করেননি। তবে স্ত্রীকে নিয়ে হাসপাতাল যাওয়ার আগে তিনি যে সাপটি ছোবল মেরেছিল সেটিকে কোনওক্রমে পাকড়াও করেন। তারপর সেটিকে ভরে ফেলেন একটি প্লাস্টিক বোতলে। এবার স্ত্রী এবং সাপ ২ জনকে নিয়েই হাসপাতালে ছোটেন।
রামেন্দ্র যাদব নামে ওই ব্যক্তি স্ত্রীকে হাসপাতালে আনার পর তাঁর দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। কিন্তু একটি বিষয়ে তাঁরা অবাক হয়ে যান। শুধু স্ত্রীকে নয়, যে সাপ ছোবল মেরেছে তাকেও সঙ্গে নিয়ে এসেছেন ওই ব্যক্তি।
সাপটাকেও সঙ্গে করে এনেছেন কেন? রামেন্দ্রকে প্রশ্ন করেন চিকিৎসক। রামেন্দ্র সাফ জানান, তাঁর ধারনা ছিল চিকিৎসক তাঁর কাছে জানতে চাইবেন কোন সাপ ছোবল মেরেছে?
যাতে কোন সাপ ছোবল মেরেছে তা বুঝতে এতটুকুও অসুবিধা না হয় সেজন্য তিনি সাপটাকেও সঙ্গে করে নিয়ে এসেছেন। যাতে চিকিৎসক নিজেই দেখে নিতে পারেন কোন সাপ ছোবল মেরেছে।
রামেন্দ্র সাফ জানিয়েছেন, তাঁর স্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলেই তিনি সাপটিকে ছেড়ে দেবেন। তবে তার আগে যাতে বোতলে দম আটকে সাপটি মরে না যায় সেজন্য বোতলের গায়ে অনেকগুলি ছিদ্র করে দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের আফজল নগর এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা