ছোট্ট ছেলের অনন্য কীর্তি, ৮ বছর বয়সেই ১৮ মিনিটে যমুনা পার
এমন কীর্তি এর আগে এত কম বয়সে আর কেউ তৈরি করতে পারেনি। সেদিক থেকে এক অনন্য কীর্তি তৈরি করল মাত্র ৮ বছরের এক বালক।
মাত্র ৮ বছর বয়স। দ্বিতীয় শ্রেণির ছাত্র শিবাংশ কিন্তু এত কম বয়সেও লক্ষ্যে অবিচল। তাই জানাচ্ছেন তার প্রশিক্ষক। এত জিদ ছেলেটার যে তিনি বুঝতে পারছিলেন যে একটা কীর্তি শিবাংশ গড়ে ফেলবেই। আর সেটাই হয়েছে।
যমুনার জল পার করতে শিবাংশের লেগেছে মাত্র ১৮ মিনিট। সেই ১৮ মিনিটের মধ্যেই যমুনা পার করে ২৫০ মিটার জলে সাঁতার কেটে শিবাংশ পৌঁছ গেছে অন্য পারে।
এটা এখনও কোনও ৮ বছরের বালক করে দেখাতে পারেনি। এর আগেও একই চেষ্টা করেছিল শিবাংশ। তখন তার যমুনা পার করতে ২২ মিনিট লেগেছিল। কিন্তু আরও কম সময়ে যমুনা পারের লক্ষ্যে অবিচল ছিল ছোট্ট ছেলেটা। কঠোর পরিশ্রম করেছে নিজের লক্ষ্যভেদ করতে। আর সেই কঠিন অনুশীলন তার কাজে এসেছে।
টেগোর পাবলিক স্কুলের ছাত্র শিবাংশ মোহিলে মীরাপুর সিন্ধু সাগর ঘাট থেকে যমুনার জলে লাফ দেয় সে। ১৮ মিনিট পর গিয়ে ওঠে ঠিক তার উল্টো পারে। এই এপার ওপারে সে যমুনার স্রোত ভেঙে মোট ২৫০ মিটার দূরত্ব অতিক্রম করে।
শিবাংশের কৃতিত্বে তার অভিভাবকরা আপ্লুত। আপ্লুত স্থানীয় প্রশাসনও। ছাত্রের কীর্তিতে গর্বে বুক ফুলে উঠেছে তার প্রশিক্ষকেরও। তিনি জানিয়েছেন ওরই বয়সী ১০০ জন বালক এই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। শিবাংশ কিন্তু করে দেখাল। গড়ল অনন্য কীর্তি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা