
জামাইকে বাঁচাতে এদিন কড়া গলায় মুখ খুললেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তাঁর জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছেন তিনি। খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে সনিয়ার দাবি, তাঁর জামাই যদি কিছু করে থাকেন তা তদন্তেই ধরা পড়বে। সেখানেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। রবার্টের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অস্ত্র কারবারি সঞ্জয় ভান্ডারির কাছ থেকে লন্ডনে একটি বেনামি বাড়ি কিনেছেন। এদিন জামাইয়ের সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে রীতিমত উত্তেজিত হয়ে পড়েন সনিয়া। সচরাচর মিডিয়ার সামনে মুখ খুলতে দেখা যায়না তাঁকে। সেখানে জামাইয়ের জন্য সনিয়া এভাবে মুখ খোলায় অবাক অনেকেই।