তু মেরা হিরো গানের সঙ্গে রাজপথে চটুল নেচে এবার অন্য মুশকিলে ৩ পুলিশকর্মী
জনপ্রিয় হিন্দি গানের সঙ্গে চুটিয়ে নাচ। ৩ পুলিশকর্মীর মধ্যে ১ জন আবার মহিলা পুলিশকর্মী। এই ছবি সামনে আসতেই অন্য মুশকিলে পড়লেন ৩ জনই।
পরনে পুলিশের পোশাক। খোলা রাস্তা। চারধার দিয়ে গাড়ি, লোকজন সবই চলেছে নিজের মত। তার মধ্যেই পুলিশের পোশাক পরিহিত অবস্থায় ৩ জন শুরু করলেন নাচ।
হিরো তু মেরা হিরো হ্যায়, গানের সঙ্গে ৩ জনের নাচ অনেকেরই নজরে পড়ে। যদিও তাতে ভ্রুক্ষেপ করেননি ৩ পুলিশ কনস্টেবল। যার মধ্যে ১ জন মহিলা।
১ মহিলা পুলিশ ও ২ পুরুষ পুলিশকর্মীর সেই নাচ হালে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। যা নজরে আসে পুলিশের বড় কর্তাদের। এভাবে পুলিশের পোশাকে এমন নাচ মেনে নিতে পারেনি পুলিশ বিভাগ।
৩ পুলিশকর্মীর বিরুদ্ধেই কড়া পদক্ষেপ করেছে পুলিশ বিভাগ। তাঁদের ৩ জনকে সাসপেন্ড করা হয়েছে। কড়া ভাষায় সতর্কও করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোইতে।
পুলিশের তরফে জানানো হয়েছে, নাচের ভিডিওটি গত ফেব্রুয়ারি মাসে ক্যামেরাবন্দি করা হয়েছিল। এটাও খতিয়ে দেখা গেছে যে ওই মহিলা কনস্টেবল বসুধা মিশ্র এর আগেও পুলিশের পোশাকে পুলিশ স্টেশনের মধ্যে ভিডিও তুলেছিলেন সোশ্যাল সাইটে দেওয়ার জন্য।
এর আগেও কিন্তু পুলিশের পোশাকে বিভিন্ন ভিডিও তুলে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশের একটা প্রবণতা কয়েকজন পুলিশকর্মীর রয়েছে। কিছুদিন আগে পুলিশের বন্দুক হাতে পুলিশের পোশাকে ভিডিও তুলে তা সোশ্যাল সাইটে দিয়ে ফাঁপরে পড়েন আর এক মহিলা পুলিশ আধিকারিক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা