National

রাস্তার মাঝে কাদাজলে পা ডুবিয়ে হল জমিয়ে পার্টি

প্রধান রাস্তা বলে কথা। সেখানে কিনা পার্টি! কিন্তু সেটাই হল। স্থানীয় বাসিন্দারাই জমিয়ে পার্টি করলেন চেয়ার নিয়ে কাদা জলে পা ডুবিয়ে।

রঙিন আলো জ্বালানো হয়েছে। একদম পিকনিক মুডে রয়েছেন সকলে। কেউ হাফ প্যান্টে রয়েছেন। কেউ প্যান্ট গুটিয়ে নিয়েছেন। সকলের হাতে পানীয়ের গ্লাস। চোখে পার্টি মুডে রোদ চশমা। সকলেই বসে আছেন জলের ওপর। সেই জলের ওপরই চেয়ার পাতা হয়েছে।

মনে হতেই পারে যে সকলে সুইমিং পুলে পার্টি করছেন। বাস্তবে কিন্তু তা নয়। একদম রাজপথে বসে চলছে এই পার্টি। রাস্তায় বিশাল বিশাল গর্ত। সেই গর্ত বৃষ্টির জলে ভর্তি হয়ে রয়েছে। তার ওপর দিয়েই দিন রাত যাতায়াত করতে হয় স্থানীয়দের।


গাড়ি চলে নৌকার মত। তবু প্রশাসনের হুঁশ নেই। একই পরিস্থিতি দিনের পর দিন ধরে রয়েছে। গর্ত আরও বড় হচ্ছে। রাস্তা আরও শোচনীয় আকার নিচ্ছে। কিন্তু সারানোর নাম নেই।

এই পার্টি ছিল আসলে প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা। মধ্যপ্রদেশের অনুপ্পুর জেলার অনুপ্পুর থেকে বিজুরি মানেন্দ্রগড় পর্যন্ত রাস্তার এমনই বেহাল দশা।


গাড়ি চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তা সারাইয়ের নাম নিচ্ছে না স্থানীয় প্রশাসন। তারই প্রতিবাদে এভাবে কাদা জলে পা ডুবিয়ে বিচ বল নিয়ে ডিস্কো গান চালিয়ে, রঙবেরঙয়ের আলো জ্বালিয়ে পার্টি করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন স্থানীয়রা।

তাঁদের এই উদ্যোগ শুধু স্থানীয় প্রশাসন নয়, গোটা দেশের নজর কেড়েছে। ছোট ছোট গর্ত যেখানে জল জমেছে রাস্তায় সেখানে গাছের চারাও পোঁতেন স্থানীয়রা।

এমন প্রতিবাদে স্থানীয় প্রশাসন কার্যতই অস্বস্তিতে পড়েছে। এখন এই পার্টির হাত ধরে কবে ওই রাস্তা মেরামত হয় সেদিকেই তাকিয়ে আছেন স্থানীয়রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button