কিচ্ছু ভাল লাগছে না, পেন হারিয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছেন সাংসদ
একজন সাংসদ বলে কথা। অনেক দায়িত্ব। কিন্তু রাজনীতি, সাংসদ পদ, দায়িত্ব কিচ্ছু এখন আর তাঁর মাথায় ঢুকছে না। পেন হারানোর শোকে একেবারে ভেঙে পড়েছেন তিনি।
তাঁর পেন ফেরত চাই। যেভাবে হোক তাঁর পেনটা ফেরত চাই। তাঁর কাছে ওই পেন এক অমূল্য সম্পদ। হতে পারে পেনটি সত্যিই খুব দামি। দেড় লক্ষ টাকা খরচ করে তবেই পাওয়া যেতে পারে ওই মঁ ব্লাঁ পেনটি।
কিন্তু ওই দেড় লক্ষ টাকা এখন তাঁর কাছে বড় নয়। সে হয়তো চাইলে তিনি আরও একটি কিনে নিতে পারেন। কিন্তু এই পেনটি তাঁর কাছে অমূল্য সম্পদ। যা হারিয়েছে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার প্রচার বৈঠকে যোগ দিতে গিয়ে।
কন্যাকুমারীর কংগ্রেস সাংসদ বিজয় বসন্ত চেন্নাইতে যশবন্ত সিনহার ওই বৈঠকে যোগ দেন। সেখানেই কখন যে তাঁর ওই পেনটি খোয়া যায় তা তিনি বুঝতে পারেননি। পরে যখন বুঝতে পারেন তখন ওই চত্বর তন্নতন্ন করে খুঁজেও পেনের হদিশ পাননি তিনি।
পরে বিজয় পুলিশেও ওই পেন হারানোর অভিযোগ দায়ের করেন। পুলিশও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পেন খোঁজা শুরু করেছে। কিন্তু এখনও সে পেনের দেখা মেলেনি।
বিজয় বসন্তের বাবাও ছিলেন কন্যাকুমারীর সাংসদ। সেই এইচ বসন্তকুমারের কাছ থেকে পারিবারিক সূত্রে বিজয় ওই পেনটি পান। তারপর থেকে ওই পেন তাঁর কাছে অমূল্য সম্পদ।
এমন একটা পেন হারিয়ে কার্যতই ভেঙে পড়েছেন সাংসদ। তাঁর এখন কিছুই ভাল লাগছে না। পেনের শোকে তিনি খুবই ভেঙে পড়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা