টয়লেট তৈরি করার মত টাকা না থাকলে স্ত্রীকে বিক্রি করে দিন। এক দরিদ্র গ্রামবাসীকে এমনই পরামর্শ দিলেন বিহারের ঔরঙ্গাবাদের জেলাশাসক কানওয়াল তনুজ। জেলাশাসকের এমন পরামর্শে রীতিমত হৈচৈ পড়ে গেছে। সমাজদের বিভিন্ন স্তর থেকে ধিক্কার আছড়ে পড়ছে। প্রবল সমালোচনার মুখে পড়েছেন জেলাশাসক।
স্বচ্ছ ভারত অভিযানের আওতায় কেন বাড়ি বাড়ি টয়লেট দরকার তা বোঝাতে এদিন ঔরঙ্গাবাদের একটি গ্রামে গিয়েছিলেন কানওয়াল তনুজ। সেখানে মহিলাদের সম্মান নিয়ে কথা বলতে গিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলেন, এখানে এমন কেউ আছেন যাঁর স্ত্রীয়ের মূল্য ১২ হাজার টাকার কম? এক ব্যক্তি জানান তাঁর কাছে টয়লেট তৈরির টাকা নেই। তখনই ঝাঁঝিয়ে ওঠেন কানওয়াল তনুজ। তাঁকে পরামর্শের সুরে বলেন, সেক্ষেত্রে তিনি যেন তাঁর স্ত্রীকে বিক্রি করে দেন, নিলামে তুলে দেন। ইতিমধ্যেই কানওয়াল তনুজের বিরুদ্ধে প্রশাসনিক মহলে তোলপাড় শুরু হয়েছে।