National

একটি অটোয় ২৭ জন যাত্রী, পিছু ধাওয়া করে ধরল পুলিশ

অটোয় পিছনে ৩ ও সামনে ১ জন নেওয়া আইনসিদ্ধ। অটো চালকরা অনেক সময় ৭ জনও নিয়ে যান। তা বলে ২৭ জন একটা অটোয়, অবিশ্বাস্য হলেও এটাই সত্যি।

ভারতের মাটিতে ছোট রুটে যাতায়াতে অটোর তুলনা হয়না। অটো ভারতের এক অন্যতম ভরসা। একটি অটোয় অনেক সময় আইন ভেঙে অটো চালকরা ৬ জন বা ৭ জনও নিয়ে চালান। কিন্তু তার বেশি সম্ভব হয়না। কারণ অটোয় সেই জায়গাটাই নেই, যে তার বেশি মানুষ যেতে পারেন।

কিন্তু সকলকে চমকে দিয়ে ২৭ জনকে নিয়ে ছুটল একটি অটো। অটোটিতে কত জন রয়েছেন তা পুলিশ তখনও জানত না। অটোটিকে তারা ধাওয়া করে তার অতিরিক্ত গতি দেখে।


অত গতিতে অটো চালানো নিষেধ হওয়া সত্ত্বেও অটো অত জোরে চালানোয় অটোটিকে দাঁড় করান পুলিশকর্মীরা। তারপর অটো থেকে সকলকে নেমে আসতে বলেন।

অটো থেকে নামার কথা বলতে দেখা যায় অটো থেকে এক এক করে নেমে আসছেন পুরুষ, মহিলা, ছোট ছোট বাচ্চা। নেমে আসছে বলা ভুল হবে, নেমেই চলেছে।


পুলিশও হতবাক হয়ে যায় যে অটোয় কত জায়গা রয়েছে যে এতজন একটি অটোতেই ধরে গেছে! ঘটনা কিন্তু এটাই। অটোয় কার্যত গুটিসুটি হয়ে চিঁড়েচেপটা হয়ে, যে ভাবে হোক সকলে ঢুকে পড়েছিলেন।

পরে গুনে দেখা যায় ২৭ জন এক এক করে বেরিয়ে এলেন অটো থেকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফতেপুরে। এভাবেও যে অটোয় করে যাতায়াত সম্ভব তা ইন্টারনেটে ছড়িয়ে পড়া এই ছবি না দেখলে হয়তো বিশ্বাস করাই কঠিন হত।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button