বিরল ঘটনা, স্তম্ভ থেকে নামিয়ে নেওয়া হল জাতীয় পতাকা
এমন ঘটনার কথা বড় একটা শোনা যায়না। দেশের অন্যতম উচ্চতায় উড়তে থাকা জাতীয় পতাকা সময় নষ্ট না করে নামিয়ে নেওয়া হল নিচে।
২০১৬ সালের কথা। কলকাতা থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ইস্পাতের রড। যা এক অতিকায় জাতীয় পতাকাকে ধরে রাখতে পারে। যে জাতীয় পতাকার মাপ ১০৮ ফুট বাই ৭২ ফুট।
কতটা অতিকায় এই পতাকা তা তার মাপ থেকেই অনুমেয়। এই পতাকা আবার স্থাপন করা হয় এমন এক উচ্চতায় যা চমকে দিতে পারে।
৮৮ মিটার উঁচুতে পতাকাটিকে লাগানো হয়। সেখানেই উড়তে থাকে এই অতিবিশাল জাতীয় পতাকা। যা এক দর্শনীয় বিষয় হয়ে দাঁড়ায় পর্যটকদের কাছেও।
হায়দরাবাদের বিখ্যাত হুসেন সাগর হ্রদের ধারে সঞ্জীবাইয়াহ পার্কে এই বিশাল পতাকা গত কয়েক বছর ধরে উড়ে চলেছে। অবশেষে সেই পতাকা তড়িঘড়ি নামিয়ে নিয়ে আসা হল।
জাতীয় পতাকা এভাবে নামানো যায়না ঠিকই। তবে তাকে রক্ষা করতে নামানো যেতেই পারে। আবহাওয়া দফতর যে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে তাতে অত উঁচুতে উড়তে থাকা ৬৫ কিলোগ্রাম ওজনের পতাকাটির ক্ষতি হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছিল।
জাতীয় পতাকার গায়ে যাতে কোনও আঁচ না আসে সেজন্যই প্রশাসনের তরফে পতাকাটি নামিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হাওয়ার গতি কমে গেলেই পতাকাটিকে ফের যথাস্থানে প্রতিস্থাপিত করা হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত এই পতাকাটি দেশের দ্বিতীয় উচ্চতম পতাকা। যা তৈরি করতে খরচ পড়েছিল ৩ কোটি টাকা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা