অটোয় ২৭ জনের পর এবার বাইকে ৭ জন, বিশ্বাস করতে পারছেন না পুলিশকর্মীরা
অটোটি গতিতে থাকায় তার পথ আটকেছিল পুলিশ। যাত্রীদের নেমেও আসতে বলে। তখন দেখা যায় অটোতে ২৭ জন যাত্রী। এবার একটি বাইকে পাওয়া গেল ৭ জনকে।
একটা অটোতে কতই বা জায়গা থাকে! চাইলেও ২৭ জন ওঠা কি সম্ভব! ভাবলে এটাই হবে উত্তর যে সম্ভব নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটাও সম্ভব হয়েছে।
একটি অটো অতিরিক্ত গতিতে থাকায় তার পথ আটকায় পুলিশ। তারপর যাত্রীদের নেমে আসতে বললে অটোর মধ্যে থেকে এক এক করে শিশু, মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ২৭ জন বেরিয়ে আসেন।
যা দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের ফতেপুরে। এবার ঠিক তেমনই একটি ঘটনা ঘটল, তবে অটোতে নয় বাইকে।
একটি বাইকে অতিরিক্ত আরোহী থাকায় তার পথ আটকায় পুলিশ। দেখা যায় এক ব্যক্তি বাইক চালাচ্ছেন। আর তাঁর পিছনে ৬টি বাচ্চা বসে আসে।
একটি বাইকের পিছনে ১ জন বসার মত জায়গা থাকে। অনেক সময় বাবা মা ছোট্ট সন্তানকেও চেপেচুপে মাঝে বসিয়ে নেন। কিন্তু তারপর আর তিলমাত্র জায়গাও বাঁচেনা।
এক্ষেত্রে কিন্তু বাইকে ৬ জনকে পিছনে নেওয়া যে যায় তা দেখিয়ে দিলেন ওই ব্যক্তি। পুলিশ পথ আটকালে তিনি জানান বাচ্চাদের সকলকে আইসক্রিম খাওয়াতে যাচ্ছিলেন। অন্য কোনও গাড়ি না পেয়ে অগত্যা বাইকেই সকলকে তুলে নিতে হয়।
পুলিশ চালান লিখে ওই ব্যক্তিকে সতর্ক করে ছেড়ে দেয়। এমন ঘটনা আর দেখলে ওই ব্যক্তিকে যে বিপদে পড়তে হবে তাও জানিয়ে দেয় পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঔরেয়া জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা