স্বপ্ন ছোঁয়ার বয়স হয়না, ৮৫ বছরে প্রথম গাড়ি কিনে প্রমাণ করলেন বৃদ্ধ
স্বপ্ন ছোঁয়ার কোনও বয়স হয় কি? হয়তো না। কারণ ৮৫ বছর বয়সেও সাফল্য পাওয়া যে সম্ভব তা দেখিয়ে দিলেন এক বৃদ্ধ। কিনলেন প্রথম গাড়িটাও।
হতে পারে যুবা, মধ্যবয়স বা প্রৌঢ়ত্বেও তিনি স্বপ্ন ছুঁতে পারেননি। তা বলে কি সব শেষ! বৃদ্ধ হয়ে গেলে কি স্বপ্ন বাস্তব করার কোনও রাস্তা খোলা থাকেনা! বোধহয় থাকে। কারণ স্বপ্ন ছোঁয়ার কোনও বয়স হয়না।
কথায় বলে যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ। তাই পরমায়ু ফুরিয়ে যাওয়ার আগে পর্যন্তও লড়াই চালানো সম্ভব। সম্ভব স্বপ্নকে ছুঁয়ে দেখার যুদ্ধ জারি রাখা।
আর সেটাই করে দেখালেন ৮৫ বছরের এক বৃদ্ধ। যে বয়সে অনেকেই শয্যা নেন, অথবা অসুখবিসুখে জর্জরিত থাকেন, সেই বয়সে নিজের প্রথম ব্যবসা খুললেন তিনি।
শুরুটা অবশ্য বাড়িতেই। তাঁর নাতনির চুল পড়ে যাচ্ছিল। তা কীভাবে আটকানো যায় তা নিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে গুজরাটের বাসিন্দা ৮৫ বছরের রাধাকৃষ্ণ চৌধুরি আয়ুর্বেদ নিয়ে চর্চা শুরু করেন।
৫০টি গাছগাছড়া কাজে লাগিয়ে একটি মিশ্রণও তৈরি করেন। যা ম্যাজিকের মত কাজ করে। এখান থেকেই তাঁর মাথায় একটি নতুন ভাবনা আসে। তাহলে কেন এই মিশ্রণকে ব্যবসায়িকভাবে ব্যবহার করা যাবেনা!
তিনি শুরু করেন তাঁর স্টার্ট আপ। নাম দেন এভিমি হার্বাল। যা মাত্র ৬ মাসের মধ্যে সাফল্যের মুখ দেখে। দেশে তো বটেই এমনকি বিদেশেও তাঁর এই মিশ্রণ কামাল দেখাতে থাকে।
কঠোর পরিশ্রম করে তিনি নিজের এই ব্যবসাকে দাঁড় করানোর পর এবার কিনে ফেললেন জীবনের প্রথম গাড়িটাও। তাও আবার ওই ব্যবসা থেকে লাভ করা অর্থে।
৮৫ বছর বয়সেও ব্যবসায় পা দিয়ে সাফল্য পাওয়া বা গাড়ি কিনে ফেলা অবশ্যই রূপকথার মত শোনাচ্ছে। তবে সেই রূপকথাকে বাস্তব করে দেখিয়ে দিলেন ৮৫ বছরের রাধাকৃষ্ণ চৌধুরি।