আনন্দে আত্মহারা হয়ে আরও ৩৫ হাজার টাকা বেশি দিলেন তোতাপাখির মালিক
গত ১৬ জুলাই পরিবারটির ওপর নেমে এসেছিল দুঃখের ছায়া। তাদের পোষা তোতাপাখি উড়ে গিয়েছিল নিরুদ্দেশের উদ্দেশে। অবশেষে তাকে খুঁজে পেয়ে টাকার তোয়াক্কা করলেন না মালিক।
গত ১৬ জুলাই এক পরিবারের পোষা আফ্রিকান তোতাপাখি রুস্তম উড়ে যায়। তাদের পরিবারে ২টি এমন আফ্রিকান তোতাপাখি রয়েছে। সে ২টি তোতাই তাদের বড় প্রিয়। পরিবারের সদস্যের মত। তাদের জন্মদিনও পালিত হয় বাড়িতে। পরিবারটিও পশুপ্রেমি হিসাবে পরিচিত।
তাদের রুস্তম আচমকা উড়ে যাওয়ার পর আশপাশ তন্ন তন্ন করে খুঁজেও তার হদিশ মেলেনি। অবশেষে পরিবারের তরফে জানানো হয় আফ্রিকান ওই তোতাপাখিটি বেশি দূর উড়ে যাওয়ার ক্ষমতা ধরে না। ফলে সে কাছে পিঠেই আছে।
যিনি ওই তোতাপাখিকে খুঁজে এনে দিতে পারবেন তাঁকে তারা ৫০ হাজার টাকা নগদ পুরস্কার দেবে। তাও আনার সঙ্গে সঙ্গে, হাতে হাতে। এই মর্মে পোস্টারও তৈরি করে লাগিয়ে দেন পরিবারের সদস্যরা।
এদিকে ওই বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে এক ব্যক্তি পরদিন রুস্তমকে দেখতে পান। সেটি যে ওই হারানো তোতা তা তিনি জানতেন না। কেবল একটি তোতাপাখি দেখে তাকে নিয়ে আসেন বাড়িতে।
পাখিটি তখন অত্যন্ত দুর্বল ও ভীত সন্ত্রস্ত ছিল। তাকে ভাল করে খাইয়ে সুস্থ করার চেষ্টা করেন ওই ব্যক্তি। পরে তিনি জানতে পারেন একজনের তোতাপাখি উড়ে গেছে। ফিরিয়ে দিতে পারলে মোটা অঙ্কের পুরস্কারও মিলবে।
ওই ব্যক্তি তখন তোতাটিকে নিয়ে হাজির হন ওই পরিবারে। পরিবারের লোকজন তাকে দেখেই চিনতে পারেন। রুস্তমকে ফিরে পেয়ে কার্যত আত্মহারা হয়ে পড়েন তার মালিক অর্জুন।
যদিও খুঁজে দিলে পুরস্কার মূল্য ছিল ৫০ হাজার টাকা। তবে তিনি খুশি হয়ে আরও ৩৫ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা তুলে দেন ওই ব্যক্তির হাতে। কর্ণাটকের টুমকুরের ঘটনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা