মাত্র ১৫ বছর বয়সেই এল ৩৩ লক্ষ টাকা মাইনের চাকরির অফার
মাত্র ১৫ বছরের ছেলেটা ৩৩ লক্ষ টাকা মাইনের একটি চাকরির অফার পেল একটি মার্কিন সংস্থার থেকে। যদিও সে চাকরি শেষপর্যন্ত পেল না সে।
বিদেশে ভারতীয় মস্তিষ্কের কদর সম্বন্ধে সকলের জানা। তেমনই ভারতীয় প্রতিভা মাত্র ১৫ বছর বয়সেই অফার পেয়ে গেল বছরে ৩৩ লক্ষ টাকা মাইনের একটি চাকরির।
দশম শ্রেণির ওই ছাত্র একটি অনলাইন প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখে কিছুদিন আগে। একটি মার্কিন বিজ্ঞাপন প্রস্তুতকারক সংস্থা ওই প্রতিযোগিতা আয়োজন করে। প্রতিযোগিতা ছিল কোডিংয়ের।
কোডিং এখন বেশ জনপ্রিয়। ছাত্রছাত্রীরাও এতে যথেষ্ট হাত পাকিয়ে ফেলেছে। দশম শ্রেণির ওই ছাত্র ২ দিনের চেষ্টায় একটি ২ হাজার ৬৬ লাইনের কোড লিখে সংস্থায় পাঠিয়ে দেয়।
কিছুদিন পর তার ওই কোডিং দেখে অভিভূত হয়ে সংস্থা তাকে সরাসরি চাকরির অফার পাঠিয়ে দেয়। বছরের ৩৩ লক্ষ টাকা মাইনের চাকরি অফার করে সংস্থা।
যদিও সে চাকরি শিকেয় ছেঁড়েনি মহারাষ্ট্রের নাগপুরের ছাত্র বেদান্ত দেওকাটের। অন্য কোনও কারণ নয়, নিছক বয়সের কারণে আটকে যায় তার চাকরি।
সংস্থা যখন জানতে পারে যে বেদান্তের বয়স ১৫ বছর তখন তাকে চিঠি পাঠিয়ে তারা জানায় এই বয়সে তাকে চাকরি দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে নিরাশও করেনি তারা।
সংস্থা জানায় বেদান্তের এই পেশাদারিত্ব এবং দক্ষতা তাদের অভিভূত করেছে। তাই বেদান্ত এখন তার পড়াশোনা সম্পূর্ণ করুক। পড়া শেষ হলে সে সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সংস্থা তখন তাকে চাকরি দেওয়ার বিষয়টি অবশ্যই খতিয়ে দেখবে।