নোংরা জল ছেটানোয় গাড়ি চালককে শিক্ষা দিতে পুলিশ ডাকলেন এক ব্যক্তি
খানাখন্দ ভরা রাস্তায় বর্ষাকালে কাদাজল জমে যায়। সেই জলের ওপর দ্রুত গতিতে থাকা গাড়ির চাকা পড়ায় এক ব্যক্তির গায়ে জল লাগে। তারপরই তিনি পুলিশ ডাকেন।
কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। মোটরবাইকে চড়ে প্রতিদিনের মত বাড়ি ফেরার সময় রাস্তায় এক অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন তিনি।
একে বৃষ্টিতে খানাখন্দে ভরা রাস্তায় এখানে ওখানে জল জমে আছে। একটি সাদা গাড়ি পাশ দিয়ে যাওয়ার সময় সেই জমা জলের ওপর দিয়ে যায়।
গতিতে থাকা টায়ার ওই জলের ওপর পড়তেই জল ছিটিয়ে চারিদিকে ছড়ায়। যা ওই ৩৯ বছর বয়সী ব্যক্তির পরনের পোশাক কার্যত কাদাজলে ভরে দেয়।
এটা কিছুতেই মেনে নিতে পারেননি তিনি। গাড়ির চালককে উচিত শিক্ষা দিতে পুলিশে ফোন করেন তিনি। তবে ফোনে অন্য অভিযোগ করেন।
ওই ব্যক্তির জানা ছিল রাস্তার জমা জল গায়ে ছিটিয়েছে একটি গাড়ি বললে পুলিশ কোনও পদক্ষেপ নাও নিতে পারে। তাই এমন কিছু বলতে হবে যাতে পুলিশ পদক্ষেপ করে।
এই ভাবনা থেকে তিনি পুলিশকে ফোন করে বলেন একটি গাড়ির চালক তাঁর দিকে বন্দুক তাক করে চলে যায়। বন্দুক তাক বিষয়টি অত্যন্ত গুরুত্বের।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। কিন্তু ওই ব্যক্তিও ছিলেননা। আর তাঁর ফোনও সুইচ অফ ছিল। পরদিন ২৩ জুলাই তাঁকে খুঁজে বার করে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করে।
তখন পুলিশের কাছে ওই ব্যক্তি স্বীকার করেন তিনি ওই গাড়ির চালককে উচিত শিক্ষা দিতে বন্দুক তাকের কথা বলেছিলেন। দিল্লিতে ঘটা এই ঘটনায় এখন ওই ব্যক্তির বিরুদ্ধেই পুলিশ মামলা দায়ের করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা