খাজনা না দিয়ে এক পাও এগোবে না ট্রাক, রাস্তা আটকে দাঁড়াল ২ হাতি
তাদের খাজনা না দিয়ে এক পাও এগোনো যাবেনা ট্রাক। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে ট্রাক আটকে দিল ২ হাতি। যার একটি আবার বয়স এবং চেহারায় ছোট।
একে কি জুলুম বলা চলে? এ নিয়ে তর্কটা চলতেই পারে। আবার একে খাজনা বলাও হয়তো ভুল হবে না। এটা হাতিদের রোড ট্যাক্স। হাতির পাড়ায় ঢুকবে। আর হাতিকে খাজনা না দিয়ে সেখান থেকে নিশ্চিন্তে চলে যাবে। তা তো হতে দেওয়া যায়না!
খাজনা তো দিতেই হবে। না হলে রাস্তা বন্ধ থাকবে। থাকো দাঁড়িয়ে ট্রাক নিয়ে! জঙ্গলের রাস্তায় কিন্তু এমন এক আজব টোল ট্যাক্সের মুখে পড়তে হল একটি ট্রাককে। যে ট্রাকে আখ ভর্তি ছিল।
তামিলনাড়ুর একটি জঙ্গলের রাস্তায় আখ ভর্তি ট্রাকটি আসছিল। এমন সময় তাদের পথ আটকায় ২টি হাতি। যারমধ্যে একটি হাতি পূর্ণবয়স্ক এবং একটি তার চেয়ে বয়সে এবং বহরে ছোট।
তারা ট্রাকটির সামনে দাঁড়িয়ে বুঝিয়ে দেয় যে পথ ছাড়া হবেনা। ট্রাকের চালক থেকে খালাসি সকলেই হয়তো এই পথ আটকানোর অর্থ জানতেন। ফলে বুঝে যান খাজনা না দিয়ে এখান থেকে নড়াও যাবেনা।
তাই আখের বান্ডিল ট্রাক থেকে ছুঁড়ে দেওয়া হয় রাস্তার ধারে। ১টা নয়, একাধিক বান্ডিল ছুঁড়ে দেওয়ার পর ২ হাতি রাস্তা ছেড়ে দেয়। তারা যায় আখ চিবোতে। ট্রাক রওনা দেয় গন্তব্যে।
এক আইএফএস আধিকারিক এই ভিডিও ট্যুইট করেছেন। ওই কর আদায়কে কি বলা যাবে তাও মজার ছলে জানতে চেয়েছেন তিনি।