National

ক্লাসেই চতুর্থ শ্রেণির ছাত্রীর পা জড়িয়ে ধরল সাপ

ক্লাসে তখন অনেক ছাত্রছাত্রী। প্রাথমিক স্কুলের ক্লাস। সে সময় আচমকাই এক ছাত্রীর পা জড়িয়ে ধরে একটি সাপ।

প্রাথমিক স্কুলের ক্লাসে শিক্ষক ঢুকলেন বলে। অনেক ছাত্রছাত্রীই এসে পড়েছিল। কয়েকজন তখনও ঢুকে বসছিল নিজের নিজের বেঞ্চে। চতুর্থ শ্রেণির ওই ক্লাসে এক ছাত্রী ঢুকে তার বেঞ্চির দিকে এগোবে। এমন সময় সে পায়ে কিছু একটা অনুভব করল।

পায়ের দিকে তাকাতেই কার্যত এক আর্ত চিৎকার বেরিয়ে এল তার মুখ থেকে। দেখল একটি সাপ তার পা জড়িয়ে ধরে আছে।


ওই ছাত্রী জানায়, সে ক্লাসে ঢুকে এগোনোর সময় নরম কিছুতে পা দেওয়ার অনুভূতি পেয়েছিল। কিন্তু গুরুত্ব দেয়নি। আসলে সেটা ছিল একটি সাপ। সাপের গায়ে পা দিলেও সে কিন্তু ছোবল মারেনি। কেবল ছাত্রীর পাটা জড়িয়ে ধরেছিল।

ওই ছাত্রী সাপ পা জড়িয়ে আছে দেখে আতঙ্কে পা ঝাঁকাতে শুরু করে। অন্য ছাত্রছাত্রীরাও আতঙ্কে চিৎকার করতে থাকে। বেশ কিছুটা সময় পা ঝাঁকাতে থাকার পর সাপটি তার পা ছেড়ে ঢুকে পড়ে ক্লাসে রাখা একটি আলমারির তলায়। পা ঝাঁকানোর পরও কিন্তু সাপটি আশ্চর্য ভাবে ছোবল মারেনি।


এদিকে এত চিৎকার চেঁচামেচি শুনে শিক্ষকরা ছুটে আসেন শ্রেণিকক্ষে। তাঁরা দেখেন একটি সাপ আলমারির তলায় লুকিয়ে আছে। পরে সাপটিকে মেরে ফেলেন তাঁরা।

ওই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে পরীক্ষার পর জানান সাপ ছাত্রীকে ছোবল মারেনি। তবু তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন তাঁরা।

কেরালার পালাক্কড় জেলার ওই সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের অভিযোগ বর্ষায় স্কুল চত্বর ঘন ঝোপ জঙ্গলে ভরে গেছে। তা কাটাও হয়না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button