বাইরে প্রবল বৃষ্টি, স্কুলের প্রতিটি ক্লাসরুমে মাথায় ছাতা দিয়ে ক্লাস করছে ছাত্ররা
স্কুলের বাইরে প্রবল বৃষ্টি। কিন্তু ছাত্ররা সব পাকা বাড়ির স্কুলের ভিতরে যে যার ক্লাসে। অথচ সেখানেও মাথায় ছাতা দিয়েই ক্লাস করতে হচ্ছে তাদের।
বর্ষাকালে বৃষ্টি তো হবেই। স্কুল তো সারা দেশেই খোলা। অভিভাবক থেকে ছাত্র সকলেই জানে একবার স্কুলে পৌঁছে যেতে পারলে আর চিন্তা নেই। বৃষ্টিতে ভেজার সুযোগ নেই।
কিন্তু এ স্কুলের কাহিনি একটু অন্য রকম। এ স্কুলটি পাকা বাড়িতেই। মাথার ওপর ঢালাই ছাদ। ক্লাসরুমে মোটা দেওয়াল। সবই রয়েছে। তবু বর্ষা এলেই স্কুলে ছাত্রের সংখ্যা কমে যায়। আকাশে মেঘ দেখলেই ছাত্ররা আর স্কুলে আসতে চায়না। অভিভাবকরাও জোর করেননা।
কারণ যদি বৃষ্টি নামার আগেও স্কুলে তাঁদের সন্তানেরা ঢুকে যায় তাহলেও রেহাই নেই। বৃষ্টি থেকে বাঁচতে ক্লাসেও মাথায় ছাতা দিয়েই বসতে হবে তাদের। একটা ক্লাস নয়, স্কুলের প্রতিটি ক্লাসেই বৃষ্টি শুরু হলে ছাত্ররা মাথায় ছাতা দিয়ে ক্লাস করে।
মধ্যপ্রদেশের সিওনি জেলার ঘনসোর এলাকার এই সরকারি স্কুলের পরিস্থিতি বছরের পর বছর ধরে খারাপই হয়েছে। স্কুলের ঢালাই ছাদের হালও বেহাল। সেখানে এত ফুটো তৈরি হয়েছে যে সব ক্লাসরুমেই বৃষ্টি হলে ছাদ থেকে জল পড়ে।
ফলে ছাত্রদের ক্লাস করতে গেলে মাথায় ছাতা দিতে হয়। ক্লাসরুমে এভাবে মাথায় ছাতা ধরে ছাত্ররা ক্লাস করে চলেছে। অথচ প্রশাসনের হুঁশ নেই।
অভিভাবকরাও স্কুলের এমন বেহাল দশায় হতবাক। সারানোর নাম নেই। এভাবেই বর্ষার পর বর্ষা কেটে যায়। কিন্তু স্কুলের মেরামতি হয়না। চোখ বন্ধ করে কাটিয়ে দেয় প্রশাসনও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা