দায়ী কুকুর, ছেলেকে মায়ের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে নির্দেশ দিল আদালত
একটি কুকুরই সব কিছুর জন্য দায়ী। তবে তার জন্য কুকুর দায়ী নয়। আর এই কাণ্ডে পৈতৃক বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে ছেলে বৌমাকে নির্দেশ দিল আদালত।
ছেলে বৌমাকে নিয়ে সুখের সংসারই ছিল তাঁর। বৃদ্ধা মা তো চান যে তাঁদের ছেলে বৌমা নাতি নাতনি সব একসঙ্গে থাকুক। কিন্তু বাধ সাধল এক কুকুর।
সম্প্রতি একটি কুকুর কিনে আনেন ছেলে। কুকুর ছেলে বৌমার প্রিয়। কিন্তু কুকুর আনার পর থেকেই মায়ের সমস্যা শুরু হয়। বৃদ্ধা কুকুর বড় একটা পছন্দ করেননা।
তিনি একটা অস্বস্তি অনুভব করতে থাকেন। এমনকি তাঁর শ্বাসেরও সমস্যা হয়। এদিকে ছেলে কুকুরকে বাড়ি থেকে বার করে দিতে রাজি নয়। কিছুতেই কুকুরকে বাড়ি ছাড়া করতে না পেরে ওই বৃদ্ধা আদালতের দ্বারস্থ হন।
আদালতে বৃদ্ধার তরফে দাবি করা হয়, বাড়িতে কুকুর আসার পর থেকে তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। একটা অস্বস্তি পেয়ে বসেছে। এমনও দাবি করা হয় যে ছেলে নাকি তাঁকে আক্রমণ করতে কুকুরটিকে শেখায়।
দিল্লির ওই আদালত সব শোনার পর অবশেষে রায় দেয় যে ছেলে বৌমাকে কুকুর নিয়ে মায়ের বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কারণ অনেকে কুকুর ভালবাসেন। অনেকে নয়।
এক্ষেত্রে বৃদ্ধা মা কুকুরটির থাকা সহ্য করতে পারছেন না। কুকুরটি কখনও তাঁর ঠাকুরঘরে ঢুকে পড়ছে। কখনও রান্নাঘরে ঢুকে পড়ছে। যা তাঁর বিরক্তি বাড়াচ্ছে।
এক্ষেত্রে কুকুর আনার আগে ছেলে তাঁর মায়ের সম্মতিও নেননি। এই পরিস্থিতিতে ছেলে বৌমাকে কুকুর নিয়ে অবিলম্বে ওই বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে আদালত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা