শুরু হয়ে গেল দিওয়ালীতে চুটিয়ে উৎসব পালনের তোরজোড়, মেলার প্রস্তুতি তুঙ্গে
দিওয়ালীকে কেন্দ্র করে মেলা। তারই তোরজোড় শুরু হয়ে গেল। দিওয়ালী এখনও আড়াই মাস দেরি। ইতিমধ্যেই উৎসবের আয়োজনে ঢাকে কাঠি।
দিওয়ালীর তোরজোড় এই ভরা বর্ষাতেই শুরু হয়ে গেল। দিওয়ালীকে কেন্দ্র করে মেলার আয়োজন জোরকদমে এগোচ্ছে। সরকারি স্তরে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে।
দিওয়ালীর আগেই এই মেলা বসছে। যেখানে মূলত দেশীয় শিল্পীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যাঁরা মাটির জিনিস তৈরি করেন। তাঁদের তৈরি জিনিসই এই মেলার পসরা হয়ে সামনে আসবে।
দিওয়ালীতে মাটির প্রদীপ, দিয়া থেকে শুরু করে নানা ঘর সাজানোর মাটির সুন্দর কারুকার্য করা জিনিস তৈরি হয়। কিন্তু চিনা জিনিসপত্রের পসরায় দিওয়ালীর বাজার ছেয়ে থাকে।
কিছু কম খরচে চিনা জিনিস কিনতে ছোটেন মানুষজন। এবার দিওয়ালীতে চিনা পসরার বাজারে লাগাম দিতেই এই উদ্যোগ। যেখানে দেশীয় মাটির জিনিস তৈরির শিল্পীদের গুরুত্ব দেওয়া হবে।
এই মেলার নাম দেওয়া হয়েছে মাটি কলা মেলা। যেখানে কেবল মাটির জিনিস পাওয়া যাবে। তাও দিওয়ালীকে কেন্দ্র করে তৈরি।
লখনউ শহরের সঙ্গীত নাটক অ্যাকাডেমিতে বসছে এই মেলা। চলবে ১০ দিন ধরে। মেলার আয়োজন করছে উত্তরপ্রদেশের মাটি কলা বোর্ড। এই মেলা কিন্তু দিশা দেখাল।
পশ্চিমবঙ্গেও মাটির জিনিস তৈরির শিল্পীর অভাব নেই। তাঁদের হাতের ছোঁয়ায় মাটির জিনিসপত্র অসামান্য হয়ে ওঠে। তাঁদের সামনে রেখে এ রাজ্যেও এমন আয়োজন কিন্তু করা যেতেই পারে। যা বহু মানুষের জীবন দিওয়ালীর আগে আলোয় ভরিয়ে দেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা