পথ ভুলে উদভ্রান্তের মত এদিক ওদিক ঘুরছে কুমির, গৃহবন্দি গোটা তল্লাট
কুমির তার পথ হারিয়েছে। কীভাবে যেখান থেকে এসেছিল সেখানে ফিরবে বুঝতে পারছেনা। ফলে উদভ্রান্তের মত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে সে। যা তৈরি করল হুলস্থূল পরিস্থিতি।
কুমির অনেক সময় জল থেকে চড়ায় ওঠে ঠিকই, তবে জলের থেকে বেশি দূরে যায়না। এই ৫ ফুটের কুমিরটি বোধহয় একটু বেশিই গ্রামের মধ্যে চলে এসেছিল। ফলে ফেরত যাওয়ার পথ হারিয়ে ফেলে। পথ হারিয়ে কিছুটা উদভ্রান্ত হয়ে পড়ে সে। এদিক ওদিক ঘুরতে থাকে।
কুমির তার পথ হারিয়ে ঘুরে বেড়ানোয় তা কিন্তু গ্রামবাসীদের হৃদপিণ্ডের ধুকপুকানি বাড়িয়ে দেয়। পরিবার নিয়ে গোটা গ্রাম ঘরের দরজা বন্ধ করে দেয়।
তারপর কেউ জানালা, কেউ বারান্দা থেকে উঁকি দিতে থাকেন কুমির গেল কিনা সেদিকে। খবর যায় বন দফতরেও। খবর যায় ওয়াইল্ড লাইফ এসওএস সংস্থার কাছেও।
তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে উত্তরপ্রদেশের ফিরোজাবাদের নাগলা চাত্তু গ্রামে হাজির হয়। গ্রাম তখন ধূধূ করছে। কুমির নিজের মত ঘুরে বেড়াচ্ছে গ্রামে।
বন দফতর এবং ওয়াইল্ড লাইফ এসওএস সংস্থার কর্মীরা জানেন কীভাবে কুমিরকে পাকড়াও করতে হয়। তাঁরা সরঞ্জাম কাজে লাগিয়ে কুমিরটিকে দ্রুত ধরে ফেলেন।
একবার কুমির ধরা পড়তেই গ্রামের মানুষজন ভিড় জমান তাকে দেখার জন্য। বন দফতরের কর্মীদের অনুমান, কুমিরটি জল সেচের জন্য গ্রামের কাছের কাটা খাল থেকে আল ধরে গ্রামে প্রবেশ করে রাস্তা হারিয়ে ফেলে। তবে তাকে পাকড়াও করার পর তার স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় কুমিরটি ভাল আছে।
মিষ্টি জলের কুমিরটিকে পরে তার বাসযোগ্য স্থানে ছেড়ে দেওয়া হয়। ভারত সহ শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরানের কিছু অংশে এই মাগার প্রজাতির কুমির দেখতে পাওয়া যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা