এবার সমুদ্রের তলদেশে উত্তোলন করা হল জাতীয় পতাকা, জলেও সগর্ব উপস্থিতি
দেশের জাতীয় পতাকা এবার জলের তলায়ও সগর্বে ছড়িয়ে পড়ল। সমুদ্রের তলদেশে এমনভাবে পতাকা উত্তোলন করা যে সম্ভব তা ভাবনার দিক থেকেও অসামান্য।
দেশের জাতীয় পতাকাকে মাথা উঁচু করে সগর্বে উড়তে দেখেছেন সকলেই। কিন্তু তাকে জলের তলায় এভাবে ছড়িয়ে পড়তে দেখা যায়নি। এ সম্ভব হল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উদ্যোগে।
উপকূলরক্ষী বাহিনীতে কর্মরত এক আধিকারিক পতাকা নিয়ে সমুদ্রের নিচে নেমে যান। পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করতে তাঁর সঙ্গেই জলের তলায় নামে ক্যামেরাও।
দেখা যায় তিনি ভারতের একটি পতাকা মোটা দণ্ডে লাগিয়ে জলের তলায় নেমে পড়লেন। তারপর পৌঁছে গেলেন সমুদ্রের তলদেশে। সেখানে দাঁড়িয়ে পড়লেন তিনি। তারপর তলদেশের মাটিতে গেঁথে দিলেন দণ্ডটি।
ভারতের তিরঙ্গা জলের মধ্যেই সগর্বে ডানা মেলল। ঠিক যেমন অনেক উঁচুতে উড়লে দেখতে লাগে তেমনই লাগল জলের তলায়। সমুদ্রের তলদেশে জাতীয় পতাকার এ এক উজ্জ্বলতম উপস্থিতি সন্দেহ নেই। যা ভাবনার দিক থেকেও অসামান্য।
৭৫ তম স্বাধীনতা দিবস পালনে কোমর কষছে গোটা দেশ। গোটা দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকা ওড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মর্মে তিনি গত ২২ জুলাই হর ঘর তিরঙ্গা বলে একটি প্রচারও শুরু করেছেন। তাতে দেশের সব বাড়িতে আজাদি কি অমৃত মহোৎসব পালনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সব বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের ডাক দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর সেই হর ঘর তিরঙ্গা ডাকে সাড়া দিয়েই জলের তলায় দেশের পতাকা উত্তোলনের এই অভিনব উদ্যোগ নেয় উপকূলরক্ষী বাহিনী। যা দারুণভাবে সফল হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা