এমন ঘটনা নাকি বিশ্বে নেহাতই বিরল। এর আগে মাত্র শ’দুয়েক এমন ঘটনা দেখতে পাওয়া গেছে। সেই ঘটনার সাক্ষী হলেন মুম্বইয়ের চিকিৎসকেরা। এক সদ্যোজাত শিশুপুত্রের পেটে প্রাণের সন্ধান পেলেন তাঁরা। মায়ের পেট থেকে বার করার পর চিকিৎসকেরা বুঝতে পারেন যে শিশুপুত্র ভূমিষ্ঠ হয়েছে সে সুস্থ হলেও তার শরীরে অন্য প্রাণের অস্তিত্ব রয়েছে। রেডিওলজিস্ট দেখে বুঝতে পারেন শিশুটির পাকস্থলীর পিছনের দিকে আরও একটি অপরিণত শিশু রয়েছে।
যমজ সন্তান হওয়ার হলে এমন ঘটনা ঘটে। তবে তা অতি বিরল। দ্রুত শিশুটিকে অস্ত্রোপচার করা হয়। বার করা হয় ৭ সেন্টিমিটারের একটি মাংসপিণ্ড। যার মাথা, হাত এবং পা তৈরি হয়ে গিয়েছিল। এমন জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে সদ্যোজাত সুস্থ শিশুপুত্রের মৃত্যুও হতে পারত। কিন্তু এক্ষেত্রে চিকিৎসকদের আর কিছু করারও ছিল না। তবে শেষ পর্যন্ত সবকিছু ভালই হয়েছে। সদ্যোজাত শিশুপুত্র অস্ত্রোপচারের পর এখন সুস্থ।