National

পথ অবরোধ হয়, বিমান অবরোধ বোধহয় এই প্রথম, রানওয়েতে বিমানের পথ আটকাল গাড়ি

পথ অবরোধের কথা তো আকছার শোনা যায়। কিন্তু বিমান অবরোধ হয়েছে এমন কথা কেউই কখনও শুনেছে কি? না বোধহয়। তবে তেমনই একটা ঘটনা ঘটল বিমানবন্দরে।

রানওয়েতে একটি সংস্থার বিমানের পথ অবরোধ করল অন্য বিমান সংস্থার একটি চারচাকা গাড়ি। বিমানটি দিল্লি থেকে পাটনা যাওয়ার জন্য তৈরি ছিল। এবার রানওয়ে দিয়ে ছুটে যাত্রীদের নিয়ে উড়ে যাওয়ার কথা আকাশে।

কিন্তু তার আগে তার পথ আটকে দিল একটি গাড়ি। ইন্ডিগো বিমানের সামনে এসে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ল একটি গো এয়ার সংস্থার গাড়ি। এমন কাণ্ডে হতবাক হয়ে যান বিমানবন্দরের কর্মী থেকে আধিকারিক সকলেই।


গাড়িটি এসে দাঁড়িয়ে পড়ে বিমানের সামনের দিকের তলায়। যেখানে বিমানের নোজ হুইলটি থাকে ঠিক সেখানে। ফলে বিমানটি চাইলেও এক পাও এগোতে পারবেনা।

শুধু বিমানের রাস্তা আটকানোই নয়, যে কোনও মুহুর্তে বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত। কারণ বিমানের একদম তলায় এসে দাঁড়ায় গাড়িটি।


আর একটু এদিক ওদিক হলেই ধাক্কা লাগত বিমানে। যা একটা ভয়ংকর দুর্ঘটনার কারণ হতে পারত। ঘটনাটি ঘটেছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ২ নম্বর টার্মিনালে।

ঘটনার পরই গাড়ির চালককে পাকড়াও করে প্রথমেই পরীক্ষা করা হয় সে মদ্যপ ছিল কিনা। কিন্তু তাকে মদ্যপ হিসাবে পাওয়া যায়নি। তাহলে ঠিক কি উদ্দেশ্য নিয়ে সে এমনটা করেছে। তার তদন্ত শুরু হয়েছে।

এদিকে গাড়িটিকে দ্রুত বিমানের তলা থেকে সরিয়ে দেওয়া হয়। যাত্রী নিয়ে সঠিক সময়েই বিমানটি পাটনার উদ্দেশে যাত্রা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button